লন্ডনে আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পথে কিছুটা এগিয়ে আছে পিএসজি। দ্বিতীয় লেগের খেলা পিএসজির মাঠে। এমনিতেই ১-০ গোলে এগিয়ে আছে ফরাসি ক্লাবটি, তার মধ্যে আবার দ্বিতীয় লেগের খেলা তাদেরই মাঠে। সবকিছু তাদের অনুকূলে থাকলেও আর্সেনালকে নিয়ে বাড়তি সতর্ক পিএসজি কোচ লুইস এনরিকে।
এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগের খেলায় আর্সেনালকে ১-০ গোলে হারায় পিএসজি। ম্যাচের চতুর্থ মিনিটে উসমান দেম্বেলের করা গোলটি শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়।
ম্যাচের প্রথম ২৫ মিনিটে একচ্ছত্র দাপট দেখিয়ে খেলেছে পিএসজি। পরে নিজেদের গুছিয়ে নিয়ে সফরকারীদের রক্ষণে আক্রমণ শানাতে থাকে আর্সেনাল। কয়েকটি দারুণ সুযোগও তৈরি করেছিল। একবার জালে বল পাঠালেও অফসাইডের জন্য বাতিল হয় সেই গোল।
আরও পড়ুন: ফাইনালে উঠতে হলে বিশেষ কিছু করতে হবে আর্সেনালকে
সব মিলিয়ে ম্যাচে দলগতভাবে যেভাবে নিজেদের রক্ষণ সামলেছে পিএসজি, এর জন্য দলের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এনরিকে। তিনি বলেন, ‘ব্যক্তিগত ও দলগতভাবে আমরা দারুণ খেলেছি। রক্ষণ সামলাতে আমাদের আক্রমণভাগের খেলোয়াড়রাও কঠোর পরিশ্রম করেছিল। মিডফিল্ডাররা এগিয়ে গিয়েছিল এবং প্রয়োজনের সময় সবাই রক্ষণে ফিরে এসেছিল। এটা ছাড়া আর্সেনালের মতো দলের বিপক্ষে খেলতে পারবেন না।’
আর্সেনাল ও পিএসজি কোনো দলই এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার দেখা পায়নি। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে একবার ফাইনাল খেলেছে পিএসজি। ২০১৯-২০ মৌসুমের সেই ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল তারা।
গত আসরেও সেমি-ফাইনাল খেলেছিল পিএসজি। সেবার দুই লেগেই বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় তারা। এবার প্রথম ধাপটা জয় দিয়ে শেষ করেছে। তবে দ্বিতীয় লেগের খেলা এখনও বাকি।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্নপূরণের পথে সমর্থকদের পাশে চান আর্তেতা
এর আগে কোয়ার্টার ফাইনালের দুই লেগেই রিয়াল মাদ্রিদকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় আর্সেনাল। এছাড়া সেমি-ফাইনালের প্রথম লেগে হারলেও রীতিমতো দাপট দেখিয়েছে গানার্সরা। সে কারণে পরের লেগের জন্য বাড়তি সতর্ক এনরিকে। ‘আজ সন্ধ্যার অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে আমাদের একমাত্র লক্ষ্য ঘরের মাঠে দ্বিতীয় লেগও জেতা।’
এনরিকে আরও বলেন, ‘আর্সেনালের বিপক্ষে নির্ভার থাকতে ও আত্মতুষ্টিতে ভুগতে পারি না। তারা এমন একটা দল যারা এক সেকেন্ডে ইতিহাস পুরোপুরি নতুন করে লিখতে পারে এবং আমরা আগের জায়গায় ফিরে যাব। তাদের হারানোর কিছু নেই এবং দ্বিতীয় লেগটা খুব কঠিন হবে।’
]]>