গেলো মৌসুমে শাবি আলোন্সোর কোচিংয়ে ক্লাবের ইতিহাসে প্রথমবার বুন্দেসলিগার শিরোপা জয়ের স্বাদ পায় লেভারকুসেন। সেবার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও গড়ে ক্লাবটি। এছাড়া গতবার জার্মান কাপও জেতে তারা।
এরপরই শাবি আলোন্সোর ওপর নজর পড়ে তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের। তাদের সাবেক এই মিডফিল্ডারকে রিয়ালের ডাগআউটের দায়িত্ব দিতে চায় বলে খবর চাওড় হয়। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি, কার্লো আনচেলত্তিই থেকে যান রিয়ালের কোচ হিসেবে।
আরও পড়ুন: পিছিয়ে পড়া আল নাসরকে জেতালেন রোনালদো
গত মৌসুমের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদের এবারের মৌসুমে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। আর তাতেই গুঞ্জন ওঠেছে আনচেলত্তির না থাকা নিয়ে। সেইসঙ্গে তার উত্তরসূরি হিসেবে আলোন্সোকে নিয়েও ওঠেছে গুঞ্জন। আর এসব গুঞ্জন নিয়ে এক পশ্নের উত্তরে কথা বলেছেন লেভারকুসেনের সিইও কারো।
তিনি বলেছেন, ‘আমাদের সঙ্গে তার (আলোন্সো) এখনও একটা চুক্তি আছে এবং তিনি এখানে স্বচ্ছন্দে আছেন। তাকে এখানে ধরেই আমরা বর্তমানের পরিকল্পনা করছি এবং দলের অনুশীলন, ম্যাচের কৌশল ও স্কোয়াড নিয়ে আমাদের আগামী মৌসুমের পরিকল্পনাতেও তিনি আছেন।’
লা লিগার শিরোপা ধরে রাখার লড়াইয়ে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে তারা। অবশ্য বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলেছে রিয়াল।
আরও পড়ুন: আর্সেনালের কাছে উড়ে গেল রিয়াল, ২২ ম্যাচ পর হার দেখল বায়ার্ন
তবে আপাতত লিগ শিরোপা নিয়ে তেমন ভাবছে না ক্লাবটি। তাদের সবচেয়ে বড় ভাবনা এখন চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে। কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরোতে হলে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য কোনও গল্প লিখতে হবে লস ব্লাঙ্কোসদের। আর যদি তা না হয়, তাহলে নড়বড়ে হয়ে যাবে আনচেলত্তির পজিশন। আর তখন আলোন্সোকে নিয়েও বাড়বে সম্ভাবনা। মূলত এই কারণেই নিজেদের কোচকে ধরে রাখা নিশ্চিত করতে আর্সেনালের বিপক্ষে বিয়ালের দাপুটে জয় চান ফের্নান্দো কারো।
‘রিয়াল মাদ্রিদ অনেক বড় ব্যবধানে জিতলে এবং তাতে কোচিং পজিশন নিয়ে অস্থিরতা মিটে গেলে আমার ভালো লাগবে। কোয়ার্টার-ফাইনালে আর্সেনালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের মতো কোনও দল ৩-০ গোলে হারলে, এমন গুঞ্জন শুরু হওয়াটাই স্বাভাবিক। এগুলো এড়ানো গেলেই ভালো হয়।’
]]>