আর্সেনালের ড্রয়ে শিরোপার কাছাকাছি লিভারপুল

১ সপ্তাহে আগে
লিভারপুলকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা উপহার দেয়ার প্রতিজ্ঞা করেছে আর্সেনাল! নইলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দেয়া দলটাই লিগের খেলায় এমন বিবর্ণ হবে কেন। টানা দ্বিতীয় ম্যাচে ড্র করে লিভারপুলের হাতে শিরোপাটা প্রায় হাতে তুলে দিয়েছে গানাররা। অতি নাটকীয় কিছু না ঘটলে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হতে যাচ্ছে লিভারপুলই।

শনিবার (১২ এপ্রিল) ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক আর্সেনাল। এর আগের ম্যাচে এভারটনের বিপক্ষেও ড্র করেছিল আর্সেনাল। টানা ২ ম্যাচ ড্র করায় শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে এক ম্যাচ বেশি খেলেও ১০ পয়েন্টে পিছিয়ে পড়েছে তারা। হাতে থাকা ৭ ম্যাচের ৩টিতে জয় পেলে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হবে লিভারপুল।


এদিন গানারদের পক্ষে একমাত্র গোলটি করেন থমাস পার্টি। ব্রেন্টফোর্ডের পক্ষে ইয়োয়ানে ভিসা সমতাসূচক গোলটি করেন।


আরও পড়ুন: ক্রিস্টাল প্যালেসের জালে ম্যানসিটির ৫ গোল


ঘরের মাঠে এদিন প্রথমার্ধে আধিপত্য দেখিয়েছে গানাররা। বলের দখলে কিঙ্গা আক্রমণে তারাই এগিয়ে ছিল। কিন্তু ফিনিশিংটাই ঠিকঠাক হয়নি।


তবে বিরতির পর ডেডলক ভাঙে আর্সেনাল। ৬১ মিনিটে থমাস পার্টির গোলে এগিয়ে যায় গানাররা। কিন্তু ৭৪ মিনিটে ব্রেন্টফোর্ডকে সমতায় ফেরান ভিসা। ম্যাচের শেষ দিকে আক্রমণের বন্যা বইয়ে দিলেও লক্ষ্যে বল রাখতে ব্যর্থ হয়েছেন মিকেল আর্তেতার শিষ্যরা।  

]]>
সম্পূর্ণ পড়ুন