রিয়ালকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে এক পা দিয়ে রেখেছে আর্সেনাল। সেক্ষেত্রে দ্বিতীয় লেগের ম্যাচে খুব একটা চাপ থাকবে না গানার্সদের। অন্যদিকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। তবে ৩-০ গোলে পিছিয়ে থেকে সেখান থেকে ঘুরে দাঁড়ানো একেবারে সহজ কাজ নয়।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে সান্তিয়াগো বের্নাব্যুতে বুধবার (১৬ এপ্রিল) রাতে মুখোমুখি হবে দুই দল। এ ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে প্রত্যবর্তানের গল্প লিখতে হবে রিয়াল মাদ্রিদকে। তবে দলের ফুটবলার থেকে শুরু করে খোঁদ কোচও বিশ্বাস করেন যে, এখান থেকেই ঘুরে দাঁড়াতে পারবে রিয়াল।
আরও পড়ুন: মার্সেলোর বিশ্বাস, আর্সেনালের বিপক্ষে ঘুরে দাঁড়াবে রিয়াল মাদ্রিদ
ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ খেলোয়াড়দের উৎসাহিত করতে একটি ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আর্সেনালের বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারলেই মিলবে মোটা অঙ্কের পুরস্কার। ‘যদি তোমরা জিততে পারো এবং সেমি-ফাইনালে পৌঁছাও, তাহলে ক্লাবের পক্ষ থেকে পুরস্কার পাবে।’
সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমের খবর, মেন্ডিজোরোজার ড্রেসিং রুমে এ কথা বলেছেন পেরেজ। মিকেল আর্তেতার আর্সেনালের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে খেলোয়াড়দের মনোবল বাড়াতেই এমন প্রতিশ্রুতি দিয়েছেন রিয়াল মাদ্রিদের সভাপতি।
আরও পড়ুন: ইনজুরি কাটিয়ে নেইমার মাঠে ফিরতেই চাকরি গেল কোচের
প্রথম লেগে আর্সেনালের কাছে হারের পর রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, ‘কেউ যদি ৩-০ থেকে ঘুরে দাঁড়াতে পারে সেটা রিয়ালই।’
এমিরেটসে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগটা ৩-০ ব্যবধানে হেরে যাওয়ায়, রিয়ালকে আরেকবার রূপকথার গল্প লিখতে হবে। আগেও তারা পিছিয়ে থেকে ‘কামব্যাকের’ গল্প লিখেছে। তবে এবারের ব্যাপারটা কঠিন। কারণ আসরের নাম চ্যাম্পিয়নস লিগ হওয়ার পর, ৩ গোলে পিছিয়ে থেকে ফিরে আসতে পারেনি লস ব্ল্যাঙ্কসরা।
সবশেষ ইউরোপিয়ান কাপ যুগে ১৯৭৫/৭৬ মৌসুমে তারা এমন কামব্যাক করেছিল। প্রথম লেগে ডার্বি কাউন্টির মাঠে ৪-১ গোলের হারের পর দ্বিতীয় লেগে ঘরের মাঠে ৫-১ ব্যবধানে জিতেছিল তারা।
]]>