বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে চ্যারিটি কনসার্টটি সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আয়োজক ও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে বিস্তারিত পরিকল্পনা উপস্থাপনের জন্য একটি সমন্বয় সভারও আহ্বান করা হয়।
ছাত্র- জনতার জুলাই অভ্যু্ত্থানে আহত ও নিহতদের সহায়তায় চ্যারিটি শোটির শিরোনাম ‘ইকোস অব রেভ্যুলেশন’ । এ কনসার্টটির আয়োজন করেছে ‘স্পিরিটস অফ জুলাই’। এ কনসার্টের টাইটেল স্পন্সর হিসেবে থাকবে প্রাইম ব্যাংক।
এ মঞ্চেই আহত ও নিহত পরিবারদের সাহায্যার্থে বিনা পারিশ্রমিকে ঢাকায় গান গাইবেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক রাহাত। তার সঙ্গে আরও গাইবেন জনপ্রিয় দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা।
জনপ্রিয় র্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকবে এ চ্যারিটি কনসার্টে। সংগীত ছাড়া কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে।
আরও পড়ুন: ঢাকায় রাহাত ফাতেহ আলী খানের কনসার্টের টিকিটের মূল্য কত?
কনসার্ট থেকে টিকিট বিক্রির সব অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তরা। এদিকে আর্মি স্টেডিয়ামের সম্পূর্ণ ভাড়া মওকুফ হওয়ায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আরও বেশি অর্থ দান করা যাবে বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা।
আরও পড়ুন: কাকে জুতাপেটা ও লাথি মারছেন রাহাত ফাতেহ আলি খান? (ভিডিও)
জানা যায়, অনুষ্ঠানের দিন ভেন্যুর (আর্মি স্টেডিয়াম) গেট খোলা হবে দুপুর ২টায়। গেট বন্ধ হবে সন্ধ্যা ৭টায়। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়। আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভ্যুলেশন’ শিরোনামে চ্যারিটি কনসার্টটি অনুষ্ঠিত হবে।
]]>