ইউরোপিয়ান ক্লাব ফুটবলের গ্রীষ্মকালীন দলবদলের বাকি এখনো প্রায় দুই মাস। তবে এরই মাঝে কাগজ কলম নিয়ে বসে পড়েছেন বিভিন্ন ক্লাবের কোচরা। আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপ উপলক্ষ্যে নিজেদের দলের শক্তি বাড়াতে চায় ক্লাবগুলো। এরই মাঝে বেশ কয়েকটি লিগ আসন্ন দলবদলের সময় ও তারিখও ঘোষণা করেছে। ক্লাব বিশ্বকাপের জন্য দুই মেয়াদের গ্রীষ্মকালীন দলবদল সারবে ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো।
এবারের গ্রীষ্মকালীন দলবদলে সবচেয়ে বড় হট কেক লিভারপুলের ট্রেন্ট আলেক্সেন্ডার আর্নোল্ড। এই রাইটব্যাক কে পেতে এরই মধ্যে উঠেপড়ে লেগেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ব্রিটিশ গণমাধ্যমের গুঞ্জন, ক্লাব পরিবর্তন করতে চান আর্নোল্ড। তাইতো তার শৈশবের ক্লাবে চুক্তি নবায়ন করছেন না এই ইংলিশ ফুটবলার।
আরও পড়ুন: সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো
শুধু আলেক্সান্ডার আর্নোল্ড নন, গণমাধ্যমের গুঞ্জন, মিডফিল্ডের শক্তি বাড়াতে ও লুকা মদ্রিচের রিপ্লেসমেন্ট খুঁজতে ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের উপর নজর আছে রিয়াল মাদ্রিদের। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি স্টারের খবর ওল্ড ট্রাফোর্ড থেকে ফার্নান্দেজকে সান্তিয়াগো বার্ন্যাবুতে নিতে ইউনাইটেডকে ৯০ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত লস ব্লাঙ্কোস।
শুধু রিয়াল মাদ্রিদ নয়, সামার ট্রান্সফার উইন্ডোতে ফুটবলার দলে বেড়াতে চায় আর্সেনালও। স্প্যানিশ মিডফিল্ডার ও রিয়াল সোসিয়েদাদ মিডফিল্ডার মার্টিন যুবেমেন্দিকে দলে ভেড়াতে চায় গানাররা। ডেইলি মিররের দাবি এই মিডফিল্ডারকে পেতে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে আলোচনা শুরু করেছেন আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বেরটা। তবে শুধু আর্সেনাল নয়, এই মিডফিল্ডারকে পেতে আগ্রহী স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুন: মাঠে নেমেই গোল করে দলকে জেতালেন মেসি
এছাড়া চলতি মৌসুমে বাজে সময় কাটানো ম্যানচেস্টার সিটিও বার্সেলোনা থেকে তরুণ মিডফিল্ডার পেদ্রিকে দলে ভেড়াতে চায়। আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট থেকে ২০ বছর বয়সী সুইডিশ মিডফিল্ডার হুগো লারসোনকে দলে টানতে চায় সিটিজেনরা। যার জন্য ইংলিশ ক্লাবটিকে গুনতে হতে পারে প্রায় ৫০ মিলিয়ন ইউরো।
]]>