আর্থিক প্রতিষ্ঠানের চাকরিতে প্রবেশে নতুন বয়সসীমা নির্ধারণ

২ সপ্তাহ আগে
আর্থিক প্রতিষ্ঠানের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


এতে বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ১৮ নভেম্বরের এক অধ্যাদেশের মাধ্যমে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর নির্ধারণ করতে অধ্যাদেশ জারি করা হয়েছে।


এ পরিস্থিতিতে উক্ত অধ্যাদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে আর্থিক প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কর্মকর্তা বা কর্মচারীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর নির্ধারণ করার জন্য নির্দেশনা দেয়া হলো।

 

আরও পড়ুন: চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করে প্রজ্ঞাপন জারি


চিঠিতে আরও বলা হয়, ডিএফআইএম সার্কুলার নং-০৪, তারিখ: ২৭ জুন ২০১৩-এর মাধ্যমে প্রদত্ত নির্দেশনা এতদ্বারা রহিত করা হলো। তবে উক্ত নির্দেশনার আলোকে ইতোপূর্বে গৃহীত কার্যক্রম বৈধ হিসেবে গণ্য হবে।


আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩-এর ৪১(২)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে বলে চিঠিতে বলা হয়।


এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছ পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

]]>
সম্পূর্ণ পড়ুন