টিওয়াইসি স্পোর্টস তাদের প্রতিবেদনে মার্টিনেজের বাদ দেয়ার বিষয়টি জানালেও, আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনোকিছু জানায়নি।
লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই শেষ হয়েছে বেশ আগেই। ফলে এখন আন্তর্জাতিক বিরতিতে লাতিন আমেরিকার দেশগুলো প্রীতি ম্যাচ খেলে বেড়াচ্ছে। এরই মধ্যে বছরের শেষ প্রীতি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ অ্যাঙ্গোলা।
টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মার্টিনেজকে স্কোয়াডের বাইরে রাখার সিদ্ধান্ত কোচ স্ক্যালোনির'ই। আর্জেন্টিনার কোচ নাকি নিজেই বিশ্বকাপজয়ী এই গোলরক্ষককে জানিয়ে দিয়েছেন যে তিনি এবারের ফিফা উইন্ডোতে থাকছেন না। স্ক্যালোনির উদ্দেশ্য, তরুণ গোলরক্ষকদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়া।
আরও পড়ুন: বিশ্বকাপ জেতা ‘স্বপ্ন’ নয় রোনালদোর
এটা নিশ্চিত, ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা দলের এক নম্বর পছন্দে থাকবেন এমি মার্টিনেজ। ফলে এখন তাকে বিশ্রাম দেয়াটাই বেশি কার্যকর মনে করছেন স্ক্যালোনি।
এখন প্রশ্ন হচ্ছে, মার্টিনেজের জায়গায় অ্যাঙ্গোলার বিপক্ষে কে শুরুর একাদশে খেলবেন? এই তালিকায় রয়েছেন ক্রিস্টাল প্যালেসের ওয়াল্টার বেনিটেজ, অলিম্পিক ডি মার্সেইর জেরোনিমো রুল্লি এবং রেসিং ক্লাবের ফ্যাকুন্ডো ক্যাম্বেসেস। এখন দেখার বিষয় স্ক্যালোনি এদের মাঝে কাউকে বেছে নেন নাকি তরুণ কোনো গোলকিপারকে খেলান।

২ সপ্তাহ আগে
৯







Bengali (BD) ·
English (US) ·