চলুন এক নজরে দেখে নেয়া যাক, বুধবার (২৬ মার্চ) বিশ্বকাপ বাছাইয়ের ১৪টি করে ম্যাচ শেষে কনমেবলের ১০ দলের কার অবস্থান কোথায়?
কনমেবল থেকে আসন্ন ফিফা বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে ৬ দল। ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করার পর ১৪ ম্যাচ শেষে লাতিন আমেরিকার ১০ দলের মধ্যে টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট এখন ৩১। টেবিলের সাতে থাকা ভেনেজুয়েলার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১৬। ফলে বাকি চার ম্যাচ হারলেও তাদের আর সেরা ছয় থেকে ছিটকে যাওয়ার কোনো ঝুঁকি নেই। ফলে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে তাদের।
আরও পড়ুন: ব্রাজিলকে বিধ্বস্ত করার পর স্ক্যালোনি বললেন, ‘এর চাইতেও আমরা ভালো খেলি’
মূল আসর নিশ্চিতের পথে আছে ইকুয়েডরও। ১৪ ম্যাচ শেষে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে তারা। সাতে থাকা দলের সঙ্গে তাদের ব্যবধান ৮। সমান ২১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উরুগুয়ে, চারে ব্রাজিল আর পাঁচে অবস্থান করছে প্যারাগুয়ে। তাদের তুলনায় ১ পয়েন্ট কম কলম্বিয়ার। এ চার দলও বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করার পথেই আছে। তবে শেষ চার ম্যাচ হারলে কপাল পুড়তে পারে তাদের।
এখনো আশা শেষ হয়ে যায়নি বাকি চার দলেরও। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সাতে আছে ভেনেজুয়েলা। পরের চার ম্যাচ জিতলে সেরা ছয়ে জায়গা করে নেয়ার সুযোগ থাকবে তাদের সামনে। আশা রাখতে পারে ১৪ পয়েন্ট নিয়ে আটে থাকা বলিভিয়াও। অন্যদিকে সমান ১০ পয়েন্ট নিয়ে নয়ে থাকা পেরু ও তলানিতে থাকা চিলির স্বপ্ন একেবারে ফিকে।
আরও পড়ুন: চাকরি হারাচ্ছেন ব্রাজিলের কোচ দরিভাল!
তারা অবশ্য সাতে জায়গা করে নিয়ে ইন্টার-কনফেডারেশন প্লে-অফ থেকে ২০২৬ আসরে জায়গা করে নেয়ার আশা রাখতে পারে।
১ | আর্জেন্টিনা | ১৪ | ১০ | ১ | ৩ | ১৮ | ৩১ |
২ | ইকুয়েডর | ১৪ | ৭ | ৫ | ২ | ৮ | ২৩ |
৩ | উরুগুয়ে | ১৪ | ৫ | ৬ | ৩ | ৭ | ২১ |
৪ | ব্রাজিল | ১৪ | ৬ | ৩ | ৫ | ৪ | ২১ |
৫ | প্যারাগুয়ে | ১৪ | ৫ | ৬ | ৩ | ২ | ২১ |
৬ | কলম্বিয়া | ১৪ | ৫ | ৫ | ৪ | ৪ | ২০ |
৭ | ভেনেজুয়েলা | ১৪ | ৩ | ৬ | ৫ | -৪ | ১৫ |
৮ | বলিভিয়া | ১৪ | ৪ | ২ | ৮ | -১৬ | ১৪ |
৯ | পেরু | ১৪ | ২ | ৪ | ৮ | -১১ | ১০ |
১০ | চিলি | ১৪ | ২ | ৪ | ৮ | -১২ | ১০ |
নোট: আগের বিশ্বকাপ বাছাইয়ে বাইরন কাস্তিলোর মিথ্যা জন্ম নিবন্ধন নথি ব্যবহার করায় ৩ পয়েন্ট কেটে রাখা হয়েছে ইকুয়েডরের।