আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন মরক্কো

১ সপ্তাহে আগে
কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। আর্জেন্টিনার শেষটা ভালো হলো না। অপরাজিত থেকে ফাইনালে উঠা দলটি শিরোপা নির্ধারণী ম্যাচে হারলো মরক্কোর কাছে। ২-০ গোলে জিতে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের ট্রফি জিতলো মরক্কো।

চিলির সান্তিয়াগোয় আর্জেন্টিনা হেরেছে ইয়াসির জাবিরির জোড়া গোলে। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে তো বটেই, যেকোনো বয়সভিত্তিক বিশ্বকাপে মরক্কোর এটা প্রথম শিরোপা। তারা হলো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতা দ্বিতীয় আফ্রিকান দেশ। মহাদেশটির প্রথম দল হিসেবে ২০০৯ সালে এই শিরোপা জিতেছিল ঘানা।

No description available.ট্রফি নিয়ে মরক্কোর উদ্‌যাপন। ছবি: মরক্কো ফুটবল ফেডারেশন


ফাইনালের ২টিসহ টুর্নামেন্টে জাবিরি মোট গোল করেছেন ৫টি, যা যৌথভাবে সর্বোচ্চ। অন্য ৩টি গোলের দুটি গ্রুপপর্বে। তবে জাবিরির গোন্ডেন বুট জেতা হয়নি। তার মতো ৫টি করে গোল করেছেন কলম্বিয়ার নেইসার ভিল্লারিয়াল, ফ্রান্সের লুকাস মিকাল ও যুক্তরাষ্ট্রের বেঞ্জামিন ক্রেমাসকি। মেসির ইন্টার মায়ামি সতীর্থ ক্রেমাসকি ২টি অ্যাসিস্ট করায় পুরস্কারটি তার ঝুলিতেই গেছে। গোল্ডেন বল পুরস্কার ভাগিয়ে নিয়েছেন মরক্কোর ওথমান মাম্মা।


আরও পড়ুন: প্রথমবারের মতো এমএলএসের গোল্ডেন বুট জিতলেন মেসি


আর্জেন্টিনা প্রতিযোগিতাটির সর্বোচ্চ শিরোপা জেতা দল। সবশেষ ২০০৭ সালে চ্যাম্পিয়ন হওয়া দলটির ট্রফিসংখ্যা ৬টি। এবারের মতো রানার্সআপ হয়েছিল ১৯৮৩ সালের আসরে। এবার ফাইনালে উঠেছিল গ্রুপপর্বে ইতালি, অস্ট্রেলিয়া, কিউবা ও নকআউটে নাইজেরিয়া, মেক্সিকো ও কলম্বিয়াকে হারিয়ে।


মরক্কো ফাইনালে উঠেছিল গ্রুপপর্বে স্পেন, ব্রাজিল ও নকআউটে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকে হারিয়ে। আর্জেন্টিনার বিপক্ষে ১২ মিনিটেই লিড নিয়ে নেয় তারা। ষষ্ঠ মিনিটে জাবিরির গোল ঠেকাতে সামনে এগিয়ে গিয়ে ফাউল করে বসেন আর্জেন্টিনার গোলরক্ষক সান্তিনো বারবি। রেফারি রিভিউ দেখে আর্জেন্টিনার গোলরক্ষককে হলুদ কার্ড দেন, মরক্কো পায় ফ্রি কিক। ১২ মিনিটে জাবিরি সেই ফ্রি কিক থেকেই দলকে এগিয়ে দেন। ম্যাচের দ্বিতীয় ও সবশেষ গোলটাও হয় প্রথমার্ধে। ডি বক্সের ডান প্রান্ত থেকে ২৯ মিনিটে মাম্মার তুলে দেওয়া বলে ভলি শটে জাল খুঁজে নেন জাবিরি।

]]>
সম্পূর্ণ পড়ুন