আর্জেন্টিনাকে হারাবেন বলে রোমারিওকে কথা দিলেন রাফিনিয়া

১ সপ্তাহে আগে
স্পেনের দুই ক্লাব রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার দ্বৈরথকে বলা হয় এল ক্লাসিকো। কিন্তু এর চেয়েও বড় লড়াই মনে করা হয় লাতিন আমেরিকার দুই দলের দ্বৈরথকে। আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিলের এই দ্বৈরথের পরিচিতি সুপার ক্লাসিকো নামে। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব এবার ফুটবলপ্রেমীদের জন্য এই সুপার ক্লাসিকো নিয়ে হাজির।

আগামী বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৬টায় এস্তাদিও মনুমেন্টালে ব্রাজিলের মুখোমুখি হবে স্বাগতিক আর্জেন্টিনা। গত নভেম্বরে ব্রাজিলের মাঠে প্রথম লেগে ১-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। এই ম্যাচটি তাই ব্রাজিলের জন্য প্রতিশোধের।


বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হওয়ার আগে  চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার উদ্দেশে চরম বার্তা পাঠিয়েছেন বার্সেলোনায় খেলা ব্রাজিলের তারকা উইঙ্গার রাফিনিয়া। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয়ার পথে ব্রাজিল এক পা এগিয়ে যাবে বলে ভবিষ্যদ্বাণীও করেছেন তিনি।


আরও পড়ুন: সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ


২০২৬ এর বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অঞ্চলে ১৩ রাউন্ড শেষে শীর্ষে আছে আর্জেন্টিনা। ব্রাজিলকে হারাতে পারলেই আগামী রাউন্ডেই বিশ্বকাপে জায়গা অনেকটা নিশ্চিত হয়ে যেতে পারে তাদের। সবশেষ ম্যাচে লিওনেল মেসি-লাউতারো মার্টিনেজকে ছাড়াই উরুগুয়েকে হারিয়ে দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।


অন্যদিকে বাছাই পর্বে বাজে শুরুর পর ঘুরে দাঁড়াচ্ছে ব্রাজিল। সবশেষ ম্যাচে কলম্বিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে তিন নম্বরে উঠেছে তারা। এই ম্যাচে গোল পেয়েছেন ভিনিসিউস জুনিয়র ও রাফিনিয়া। বুয়েন্স এইরেসে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে তাই হুঙ্কার ছেড়েছেন দুর্দান্ত ফর্মে থাকা রাফিনিয়া।


কিংবদন্তি রোমারিও আলাপচারিতাকালে রাফিনিয়াকে জিজ্ঞেস করেছিলেন, 'আমরা আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছি। এখন, ঈশ্বরকে ধন্যবাদ, মেসিকে ছাড়া (খেলবে আর্জেন্টিনা), আমরা তাদের হারাতে পারব কি?'


জবাবে বার্সেলোনা তারকা বলেন, 'আমরা তাদের হারাব, এ ব্যাপারে সন্দেহ নেই। মাঠ ও মাঠের বাইরে আমরা আমাদের খেলাটা যদি খেলতে পারি।'


আরও পড়ুন: টাইব্রেকারে ডাচদের কাঁদিয়ে সেমিফাইনালে উঠলো স্পেন


দারুণ ফর্মে থাকা রাফিনিয়া এবারের বাছাই পর্বে ৯ ম্যাচে ৫ গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন। বার্সেলোনার হয়েও ৪৭ গোলে অবদান রেখেছেন। আর্জেন্টিনার বিপক্ষেও কি গোল করার চেষ্টা করবেন রাফিনিয়া? রোমারিও এমন প্রশ্নে বার্সা তারকা বলেন, 'হ্যাঁ, সর্বোচ্চ চেষ্টা করব।' রোমারিও তাকে ফের প্রশ্ন করেন, 'ধংস করে দেবে?' প্রত্যুত্তরে তিনি বলেন, 'ধংস করে দেব।'


মার্চের বাছাই পর্বের এই দুই রাউন্ডে মেসি-নেইমার দুজনেরই খেলার কথা ছিল। কোচ তাদের দলেও রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইনজুরিতে ছিটকে গেছেন দুজনই। যে কারণে সুপার ক্লাসিকো ঔজ্জ্বল্য হারিয়েছে অনেকটাই।

]]>
সম্পূর্ণ পড়ুন