আগামী জুন-জুলাইয়ে ফিফা বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আয়োজক হিসেবে এ তিন দল আগে থেকেই আসরে জায়গা করে নিয়েছিল।
তবে বাছাইপর্ব থেকে সবার আগে আসরটিতে জায়গা নিশ্চিত করেছে জাপান। গত ২০ মার্চ বাহরাইনকে হারিয়ে এশিয়া অঞ্চল থেকে টিকিট নিশ্চিত করে তারা। টানা অষ্টমবারের মতো দেশটি ‘দ্য গ্রেটেট শো অন আর্থে’র মূল পর্বে জায়গা করে নিয়েছে।
বাছাইপর্ব থেকে দ্বিতীয় দল হিসেবে টিকিট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ওশেনিয়া অঞ্চলের ম্যাচে সোমবার (২৪ মার্চ) ক্যালেডোনিয়া ৩-০ গোলে হারিয়ে ১৬ বছর পর ফের বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় তারা।
আরও পড়ুন: চাকরি হারাচ্ছেন ব্রাজিলের কোচ দরিভাল!
নিউজিল্যান্ডের একদিন পরে এশিয়া অঞ্চল থেকে দ্বিতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেয় ইরান। মঙ্গলবার (২৫ মার্চ) উজবেকিস্তানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার ম্যাচে নিশ্চিত হয় তাদের মূল পর্বের টিকিট। তাতে ২০১৪ সাল থেকে টানা চার আসরেই নিজেদের জায়গা নিশ্চিত করে নিলো দেশটি।
এদিকে বুধবার (২৬ মার্চ) ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করে কনমেবল অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মিশন এবার শিরোপা ধরে রাখার।
আরও পড়ুন: আর্জেন্টিনার কাছে ব্রাজিলের হারের পর কেমন দাঁড়ালো পয়েন্ট টেবিল
এক নজরে এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করলো যারা-
১. যুক্তরাষ্ট্র
২. কানাডা
৩. মেক্সিকো
৪. জাপান
৫. নিউজিল্যান্ড
৬. ইরান
৭ আর্জেন্টিনা
]]>