চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ম্যাচে অ্যানফিল্ডে মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারায় লিভারপুল। ম্যাচে ব্যবধান গড়ে দেন ম্যাক অ্যালিস্টার।
পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। শুধু এইটুকুই, বাকি পুরো ম্যাচটা নিয়ন্ত্রণে রেখেছে লিভারপুল। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে স্প্যানিশ জায়ান্টরা।
ম্যাচের ২৭তম মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল লিভারপুল, তবে কোর্তোয়ার কল্যাণে গোল হয়নি। ডি-বক্সের ভেতরে সোবোসালাইয়ের শট পা দিয়ে সেভ করেন বেলজিয়ান এই গোলরক্ষক। ৪৩তম ডি-বক্সের বাইরে থেকে নেয়া সোবোসালাইয়ের রকেট গতির শট এক হাতে ঠেকিয়ে দেন সেই কোর্তোয়া।
দ্বিতীয় হাফের শুরু থেকে আবারও সেই লিভারপুলের আক্রমণ। ৪৭তম মিনিটে কর্নার থেকে হেড করেন ফন ডাইক, তবে অসম্ভবভাবে সেই হেড ঠেকিয়ে দেন কোর্তোয়া। তবে ম্যাচের ৬১তম মিনিটে গোল আদায় করে নেয় স্বাগতিকরা। সোবোসালাইয়ের ফ্রি কিকে ডি-বক্সের ভেতরে থাকা ম্যাক অ্যালিস্টারের বুলেট গতির হেড আর ঠেকাতে পারেননি রিয়াল গোলরক্ষক।
আরও পড়ুন: দিয়াজের জোড়া গোল ও লাল কার্ড, তবুও জয় পেল বায়ার্ন
রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচে সবচেয়ে সহজ সুযোগটা পেয়েছিল ৭৫তম মিনিটে। ভিনিসিউসের কাটব্যাক পেয়ে শট নেন এমবাপ্পে, তবে তা বাঁক খেয়ে বেরিয়ে যায়। শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি রিয়াল। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া লিভারপুলের এই জয় অবশ্যই আত্মবিশ্বাস বাড়াবে।
এদিকে চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে টানা দুইবার রিয়াল মাদ্রিদকে হারাল লিভারপুল। অ্যানফিল্ডেই গত আসরের প্রাথমিক পর্বে তারা জিতেছিল ২-০ গোলে। চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে পঞ্চম স্থানে রিয়াল মাদ্রিদ।
আর্সেনালের হয়ে জোড়া গোল করেছেন মারিনো, বাকি গোলটি করেছে সাকা।
এদিকে জয় পেয়েছে আরেক ইংলিশ ক্লাব আর্সেনালও। স্লাভিয়া প্রাহাকে ৩-০ গোলে হারিয়েছে তারা। টানা চার জয় নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে গানাররা। আর ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ১-১ গোলে ড্র করেছে স্পোর্টিং সিপির বিপক্ষে।

২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·