আরাকান আর্মির হাতে আটক ৬ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

৩ সপ্তাহ আগে
মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক ৬ জেলেকে ফিরিয়ে আনল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দীর্ঘদিনের মধ্যস্থতার পর শনিবার (২৯ মার্চ) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তাদের দেশে ফিরেয়ে আনে বিজিবি। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজিবি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১ মার্চ সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিআরএম-০৬ থেকে আনুমানিক ৭০০ গজ মিয়ানমারের অভ্যন্তরে নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মি একটি হস্তচালিত নৌকা ও একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ৫ জন বাংলাদেশি জেলেকে আটক করে। পরে গত ২৫ মার্চ আরও একজনকে আটক করে নিয়ে যায়।


পরবর্তীতে আটক জেলেদের ফিরিয়ে আনতে বিজিবি’র হস্তক্ষেপ কামনা করা হলে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) আরাকান আর্মির সাথে যোগাযোগ স্থাপন করে। এরপর মধ্যস্থতার মাধ্যমে আজ দুপুরে আটক জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়।

 

আরও পড়ুন: ৯৯৯ কলে সাগর মোহনার চরে আটকা ৩ জেলেকে উদ্ধার

 

ওই ছয় জেলের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।


ফিরিয়ে আনা জেলেদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে বিজিবি।

]]>
সম্পূর্ণ পড়ুন