আরব আমিরাতে দুটি টাগবোট রফতানি করল বাংলাদেশ, ঘুরে দাঁড়াচ্ছে শিল্প

৪ সপ্তাহ আগে
এক দশকেরও বেশি সময় ধরে চলা বৈশ্বিক মন্দা ও স্থবিরতা কাটিয়ে জাহাজ শিল্পে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। এবার দুটি টাগবোট রফতানি করল দেশের প্রধান জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ‘খালিদ’ ও ‘ঘায়া’ নামের টাগবোট দুটি হস্তান্তর করা হয় সংযুক্ত আরব আমিরাতের ক্রেতা প্রতিষ্ঠান মারওয়ান শিপিংকে। এ রফতানির মধ্য দিয়ে দেশের জাহাজ নির্মাণ শিল্প আবারও আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করছে বলে অভিমত সংশ্লিষ্টদের।

 

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, হস্তান্তর করা টাগবোট দুটির মধ্যে খালিদ ৬৪ টন এবং ঘায়া ৮০ টন ক্ষমতাসম্পন্ন। এর আগে চলতি বছরের জানুয়ারিতে আরব আমিরাতে ‘রায়ান’ নামের একটি ল্যান্ডিং ক্রাফট জাহাজ রফতানি করে ওয়েস্টার্ন মেরিন।

 

আরও পড়ুন: সমুদ্রগামী জাহাজ মালিকের দেশ হিসেবে প্রথমবার তালিকায় বাংলাদেশ

 

এ বিষয়ে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান বলেন, ২০২৫-২৬ সালের মধ্যে আরও পাঁচটি জাহাজ রফতানির পরিকল্পনা রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের। এর মধ্যে দুটি অয়েল ট্যাংকার ও তিনটি ল্যান্ডিং ক্রাফট। আরব আমিরাতের একই ক্রেতা প্রতিষ্ঠানের কাছ থেকে ক্রয়াদেশ পেয়ে এরইমধ্যে জাহাজ নির্মাণের কাজ শুরু হয়েছে।


এসময় রফতানিমুখি এ শিল্প আবারও ঘুরে দাঁড়াচ্ছে উল্লেখ করে সরকারকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

 

হন্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা ও প্রতিরক্ষা ও জাতীয় সংহিত উন্নয়ন বিষয়ক) লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ বলেন, বিশ্বের ৪০০ বিলিয়ন ডলারের জাহাজ নির্মাণের এ বাজারে প্রতিযোগিতায় দেশীয় উদ্যোক্তাদের এগিয়ে আসাতে নীতি সহযোগিতাসহ সব ধরণের সহযোগিতা দেবে সরকার।

 

আরও পড়ুন: অবশেষে সন্ধান মিলল যমুনার তীরের সেই বেওয়ারিশ জাহাজের মালিকের

 

এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স হুমাইদ মোহাম্মদ আব্দুল্লাহ দারউইশ আলতামিমী এবং মারওয়ান শিপিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আলমারজুকি।

]]>
সম্পূর্ণ পড়ুন