পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১.০৬ শতাংশ বা ৭ হাজার ৮৬ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৩ হাজার ৪৫০ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৭০ হাজার ৫৩৬ কোটি টাকা।
আরও পড়ুন: আইপিও আবেদনে বিনিয়োগের শর্ত তুলে নেয়ার সুপারিশ
চলতি সপ্তাহে কমেছে ডিএসইর সব কয়টি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১২৪.৭৩ পয়েন্ট বা ২.৪৫ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৩০.৩৮ পয়েন্ট বা ১.৬২ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ৩৯.০১ পয়েন্ট বা ৩.৪১ শতাংশ।
সূচকের পতনের পরও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭১৮ কোটি ১৮ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৫৯৬ কোটি ১৬ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১২২ কোটি ২ লাখ টাকা।
তবে প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৫৫ কোটি ৪১ লাখ টাকা বা ১৩.৮৮ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৪৩ কোটি ৬৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৯৯ কোটি ৪ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৭টি কোম্পানির, কমেছে ৩২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ২.১১ শতাংশ ও ১.৮৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩৯৫৬.৯৬ পয়েন্টে ও ৮৫২৪.৮৮ পয়েন্টে।
আরও পড়ুন: পুঁজিবাজারে ব্যাংকের বিশেষ তহবিলের মেয়াদ বাড়ল
এছাড়া সিএসই-৫০ সূচক ১.২১ শতাংশ ও সিএসই-৩০ সূচক ০.৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৭৭.৮১ পয়েন্টে ও ১১৭৭১.৫৭ পয়েন্টে। আর সিএসআই সূচক কমেছে ২.৬৪ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৯০৩.৮০ পয়েন্টে।
চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি ৩৪ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৩২ কোটি ৪১ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ৫ কোটি ৭ লাখ টাকা।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ২৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির কোম্পানির শেয়ার দর।
]]>