আরও দুই থেকে তিন বছর লড়াই চালিয়ে যেতে প্রস্তুত জেলেনস্কি

৩ সপ্তাহ আগে
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাকে জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে আরও দুই থেকে তিন বছর লড়াই যেতে প্রস্তুত কিয়েভ। ব্রিটিশ সংবাদপত্র দ্য সানডে টাইমসকে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

সাক্ষাৎকারে ডোনাল্ড টাস্ক বলেন, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জেলেনস্কির সঙ্গে তার কথা হয় এবং ওই আলোচনার প্রধান বিষয় ছিল ইউক্রেনে চলমান যুদ্ধ এবং পশ্চিম ইউরোপের প্রতি রাশিয়ার ক্রমবর্ধমান ‘হুমকি’।

 

তিনি বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই যে, ইউক্রেন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমরা আর কতটা ক্ষতিগ্রস্থ হব।’ ‘প্রেসিডেন্ট জেলেনস্কি আমাকে বলেছেন যে, তিনি আশা করেন, যুদ্ধ দশ বছর স্থায়ী হবে না। তবে ইউক্রেন আরও দুই থেকে তিন বছর লড়াই করার জন্য প্রস্তুত,’ বলেন টাস্ক।

 

পোলিশ নেতা বলেন, রাশিয়া এই মুহূর্তে ‘নাটকীয়ভাবে’ দীর্ঘমেয়াদী সমস্যার মুখোমুখি। তাদের তেল খাতকে লক্ষ্য করে নতুন মার্কিন নিষেধাজ্ঞার ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তবে তিনি এও বলেছেন যে, মস্কো এখনও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এগিয়ে রয়েছে।

 

আরও পড়ুন: রাশিয়ার ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র উড়ল ১৪ হাজার কিমি, পাল্লা সীমাহীন!

 

তার কথায়, ‘রুশরা সত্যিই গুরুতর অর্থনৈতিক সমস্যায় রয়েছে। এর মানে কি এখন আমরা বলতে পারি যে, আমরা জিতছি? একেবারেই না। (রুশদের) পশ্চিমাদের ওপর, বিশেষ করে ইউরোপের ওপর একটি বড় সুবিধা হলো: তারা লড়াই করতে প্রস্তুত।’

 

এদিকে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ নিয়ে ‘হতাশ’ হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়া সফরে রওনা হয়ে বিমান থেকে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করে আর তিনি সময় নষ্ট করতে চান না। চুক্তি হলেই কেবল বৈঠক হতে পারে বলে জানিয়েছেন তিনি। 

 

আগামী ফেব্রুয়ারিতে পাঁচ বছরে পড়বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ক্ষমতায় বসার পর বারবার পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলোচনা করেও যুদ্ধ থামাতে পারেননি ট্রাম্প। সম্প্রতি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ট্রাম্প ও পুতিনের একটি বৈঠক হতে পারে বলে জল্পনা চলছিল। কিন্তু সেটাও শেষ পর্যন্ত হয়নি। 

 

আরও পড়ুন: আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে কনোলির ভূমিধস জয়

]]>
সম্পূর্ণ পড়ুন