ভারত-পাকিস্তান সংঘাতের কারণে পিএসএল এবং আইপিএল দুটি টুর্নামেন্টই স্থগিত করা হয়। এবার নিরাপত্তা পরিস্থিতির কারণে ঘরোয়া টুর্নামেন্টও স্থগিত করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রেসিডেন্টস প্রফি গ্রেড-টু, রিজিওনাল ইনট্রা-ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ কাপ ও ইন্টার-ডিস্ট্রিক্ট অনূর্ধ্ব-১৯ ওয়ানডে টুর্নামেন্ট স্থগিত করেছে পিসিবি।
শনিবার (১০ মে) এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিযোগিতাগুলো একই পর্যায় থেকে পরবর্তীতে পুনরায় শুরু হবে এবং নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।’
আরও পড়ুন: সাকিবের মতো লিটনকে নিয়েও ভুল ধারণা আছে সবার: কোচ সালাউদ্দিন
প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-টু টুর্নামেন্ট শুরু হয়েছিল এপ্রিলের মাঝামাঝি সময়ে। শেষ হওয়ার কথা ছিল মে মাসের শেষ দিকে। ২২ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফাইনাল ম্যাচের। অন্য দুটি টুর্নামেন্টও এ চলার কথা ছিল চলতি মাসজুড়ে। তবে বর্তমান পরিস্থিতি এতটাই বেগতিক যে, টুর্নামেন্টগুলো স্থগিত করতে বাধ্য হয়েছে পিসিবি।
পিএসএল স্থগিত হওয়ার একদিন আগে পিসিবি জানিয়েছিল, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু পরিস্থিতি বিবেচনায় সেই পরিকল্পনাও বাতিল করা হয়। এবং বিদেশি খেলোয়াড়রা ফিরে যেতে শুরু করে নিজ নিজ দেশে।
আরও পড়ুন: ‘কোহলিকে টেস্ট ক্রিকেটের প্রয়োজন’
অন্যদিকে ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতির ঘোষণা আসার কয়েক ঘণ্টা আগে সাময়িকভাবে স্থগিত করা হয় আইপিএল। তবে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর শনিবার (১০ মে) সন্ধ্যা থেকে পুনরায় আইপিএল শুরুর প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।
আইপিএল পুনরায় শুরু করার প্রস্তুতি নেওয়া হলেও বিদেশি ক্রিকেটাররা ইতোমধ্যে ভারত ছাড়তে শুরু করেছে। ৬২ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে বেশিরভাগ ক্রিকেটারই ইতোমধ্যে ভারত ছেড়েছেন। তবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কয়েক জন ক্রিকেটার নিজ ইচ্ছাতেই ভারতে অবস্থান করছেন।
]]>