আরও গোলের জন্য ক্ষুধার্ত ৯৫০ গোল করা রোনালদো

৩ সপ্তাহ আগে
সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আরও অনেক আগে। ক্রিস্টিয়ানো রোনালদো এখন ছুটছেন হাজার গোলের মাইলফলক ও রেকর্ডের দিকে। এই পর্তুগিজ গতকাল করেছেন ৯৫০তম গোলটি।

সৌদি প্রো লিগে গতকাল আল হাজমের মুখোমুখি হয়েছিল আল নাসর। ২-০ গোলের জেতা ম্যাচে আল নাসরকে শুরুতে এগিয়ে দেন জোয়াও ফেলিক্স। দ্বিতীয়ার্ধে গোল করেন রোনালদো। এই গোলে করে ক্যারিয়ারে ৯৫০ গোলের মাইলফক ছুঁয়েছেন এই পর্তুগিজ মহাতারকা। চলতি মৌসুমে এটি লিগে তার ষষ্ঠ গোল।


রোনালদো এই ৯৫০ গোল করেছেন পাঁচ ক্লাব ও পর্তুগাল জাতীয় দলের হয়ে। স্পোর্টিং সিপিতে ক্যারিয়ার শুরুর পর ক্লাবটির হয়ে করেছেন ৫ গোল। ম্যানচেস্টার ইউনাইটেডে দুই দফায় ১৪৫ গোল করেছেন তিনি। সবচেয়ে বেশি ৪৫০ গোল রিয়াল মাদ্রিদের জার্সিতে করেছেন রোনালদো। জুভেন্টাস ও আল নাসরের হয়ে করেছেন যথাক্রমে ১০১ ও ১০৬ গোল। এর বাইরে পর্তুগাল জাতীয় দলের জার্সিতেও করেছেন ১৪৩ গোল।


আরও পড়ুন: ১০ জনের দল নিয়েই ইউরো চ্যাম্পিয়নদের হারাল ব্রাজিল


৯৫০তম গোল করে রোনালদো জানালেন, তিনি আরও গোলের জন্য ক্ষুধার্ত। ইনস্টাগ্রামে এক পোস্টে ৪০ বছর বয়সি তারকা লেখেন, ‘ দলের জয়ে সাহায্য ও নিজে ৯৫০ গোল করতে পেরে খুশি। আরও গোলের জন্য সব সময় ক্ষুধার্ত।’


গোয়ার বিপক্ষে এএফসি কাপের ম্যাচ খেলতে আল নাসর কিছুদিন আগে ভারতে সফর করেছিল। রোনালদো ওই সফরে দলের সঙ্গী হননি বলে ম্যাচটিও খেলা হয়নি। তাদের পরবর্তী ম্যাচ কিংস কাপ অব চ্যাম্পিয়ন্সে আল ইত্তিহাদের বিপক্ষে। ২৮ অক্টোবরের ওই ম্যাচের পর ১ নভেম্বর লিগে মুখোমুখি হবে আল ফেইহার।

]]>
সম্পূর্ণ পড়ুন