এবাদত হোসেনকে তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) ডিপিএলে আবাহনী বনাম মোহামেডানের মধ্যকার খেলায় অসদাচারণের ঘটনা ঘটে। একটি ডেলিভারিতে আবাহনীর মোহাম্মদ মিঠুনের আউটের জন্য জোরালো আবেদন করে মোহামেডান। কিন্তু আম্পায়ার আউট দেননি, এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি মোহামেডান। ফলে মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন ও তাওহদী হৃদয়সহ আরও কয়েকজন খেলোয়াড় অসন্তোষ প্রকাশ করেন।
পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন আরেক আম্পায়ার শরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তখন উত্তেজনা ছড়ায়। ওই সময় আম্পায়ার ও খেলোয়াড়দের মধ্যে কী কথা হয়েছিল, তা স্বভাবতই জানা সম্ভব হয়নি।
আরও পড়ুন: মোহামেডানকে হারাল আবাহনী, প্রাইম ব্যাংকের বিপক্ষে আজিজুলের সেঞ্চুরি
৩৯ রানে ম্যাচ জয় শেষে সংবাদ সম্মেলনে আসেন মোহামেডানের অধিনায়ক হৃদয়। তিনি বলেন, ‘যা ঘটেছে সব এক্সপ্লেইন করতে পারব না। কিন্তু হিট অব দ্য মোমেন্টে অনেক কিছু হয়। তারাও ভুল করে কিন্তু আমার কাছে যেটা মনে হয় তারা ভুল করতেই পারে, মানুষ মাত্রই ভুল করে, আমরাও করব। আমার কাছে মনে হয় ভুলটা স্বীকার করা উচিত, আমি যদি ভুল করি আমিও স্বীকার করব। আপনি যদি ভুল স্বীকার না করে বলেন এটা ভুল না তাহলে তো হবে না।’
হৃদয় যোগ করেন, ‘সে আন্তর্জাতিক আম্পায়ার তাকে আমরা সম্মান করি, আমরাও আন্তর্জাতিক ক্রিকেটার। এখানে যারা ছিল বেশিরভাগই আন্তর্জাতিক ক্রিকেট খেলছে তাই এমন ম্যাচে দুই-একটা ডিসিশন অনেক বড় ব্যবধান গড়ে দিতে পারে। যদি আবার হিতে অন্যদিকে যায়, আমি মুখ খুলব ইনশাল্লাহ।’