আইপিএলে পাথিরানার যাত্রা শুরু হয় চেন্নাই সুপার কিংসে। ঐতিহ্যবাহী ফ্র্যাঞ্চাইজিটিতে পাথিরানা যখন যোগ দেন, তখন এটির অধিনায়কের দায়িত্বে ছিলেন ধোনি। মূলত ধোনির নেতৃত্বে থেকে অনেক কিছু শিখেছেন পাথিরানা। বিভিন্ন সময় গণমাধ্যমের সামনে অকপটে তা স্বীকারও করেছেন পাথিরানা।
এবারের মেগা নিলামে মাথিশা পাথিরানাকে ১৩ কোটি রুপি দিয়ে ধরে রেখেছে চেন্নাই। দলটির ডেথ ওভার স্পেশালিস্ট বনে গিয়েছেন তিনি। ২০২২ সালে আইপিএল যাত্রা শুরুর পর থেকেই এই তকমা তার নামের পাশে। আর এর পেছনে সবচেয়ে বড় কৃতিত্ব যে ধোনির, সেটা আর বলার অপেক্ষা রাখে না।
আইপিএলে ভালো খেলে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন পাথিরানা। সাদা বলের ক্রিকেটে দলটির নিয়মিত সদস্য তিনি। আইপিএল এবং জাতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেললেও পেছনের কারিগরকে ভোলেননি পাথিরানা।
সাফল্যের পেছনে ধোনির অবদান আরও একবার স্বীকার করলেন সিএসকের এক ভিডিওতে। আর সেটা করতে গিয়ে ধোনিকে নিজের বাবার সমতুল্য হিসেবেও উল্লেখ করেছেন লঙ্কান এই পেসার।
আরও পড়ুন: এক ম্যাচের জন্য অধিনায়ক হচ্ছেন ধোনি
পাথিরানা বলেন, ‘আমি এমএস ধোনিকে আমার বাবার মতো মনে করি, কারণ তিনি ক্রিকেটে আমার জন্য যা করেছেন সেসব শুধু সন্তানের জন্যই বাবা করেন। ক্রিকেটে তিনি আমাকে সমর্থন দিয়েছেন, আর বাড়িতে দিয়ে গেছেন আমার বাবা। বাবার সঙ্গে তার খুব মিল।’
পাথিরানার জীবনে ধোনির অবদানের কথা বলতে গিয়ে তার মা এমএসডিকে তুলনা করেন ইশ্বরের সঙ্গে। তিনি বলেন, ‘ধোনিকে নিয়ে আসলে কিছু বলার মতো ভাষা আমার কাছে নেই। তিনি প্রকৃত ঈশ্বর। মাথিশা তার বাবাকে যতটা সম্মান করেন ঠিক ততটাই করে ধোনিকে।’