আমাদের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো নয়: কারিনা কাপুর

৩ সপ্তাহ আগে
বলিউড অভিনেতা সাইফ আলি খান নিজ বাড়িতে ছুরিকাঘাতের শিকার হওয়ার পরই স্ত্রী ও অভিনেত্রী কারিনা কাপুরের ওপর সন্দেহের তীর নেটিজেনদের। তাই এক সাক্ষাৎকারে সাইফের সঙ্গে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেন এ বলিউড ডিভা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাইফ প্রসঙ্গে মুখ খোলেন কারিনা। একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো নয়! তার থেকেও বেশি গভীর।’

 

কারিনা আরও বলেন, আমরা পরস্পরের ওপর নির্ভর করি। এ নির্ভরতা শুধুই স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে আবদ্ধ নয়। যথেষ্ট শ্রদ্ধা, সম্মান রয়েছে আমাদের মধ্যে। চলার পথে খুব ক্লান্ত হলে এক কাপ কফি বা ওয়াইনের গ্লাস নিয়ে বসার সময় শুধু সাইফকেই খুঁজি। জীবনে ও পাশে থাকলেই যথেষ্ট।

 

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে এ অভিনেত্রী বলেন, আমাদের দুজনের প্রতি দুজনের নির্ভরতা, বিশ্বস্ততা কখনও নষ্ট হবে না। যে দিন নির্ভরতা, বিশ্বস্ততায় ফাটল ধরবে সে দিন আমাদের সম্পর্ক নিয়ে ভাবতে বসবো।

 

একই সুরে সুর মিলিয়ে কিছু দিন আগে বিচ্ছেদ নিয়ে মুখ খোলেন সাইফও। জানান, প্রথম স্ত্রী অমৃতা সিংহের সঙ্গে বিচ্ছেদের পর তিনি উপলব্ধি করেছেন, প্রেম, বিয়ে— সবই বুঝে করা উচিত। একজন ব্যক্তির বার বার বিয়ে ভাঙা কাম্য নয়।

 

আরও পড়ুন: সাইফকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, অভিযোগের তীর কারিনার দিকে!

 

নবাবপুত্র সাইফের ভাষায়, জানি, মানুষ একটা পর্যায়ে গিয়ে কোনও একটি বন্ধনে জড়িয়ে থাকতে পছন্দ করে না। কিন্তু এটাও মনে রাখতে হবে, বিবাহবিচ্ছেদ কিন্তু ব্যয়সাপেক্ষ। মোটা অঙ্কের খোরপোশ দেয়ার সামর্থ্য সকলের থাকে না। তাই বিচ্ছেদে না গিয়ে মানিয়ে নেয়াই বুদ্ধিমানের কাজ। আবার এটাও ঠিক সম্পর্কে তিক্ততা তৈরি হলে টাকা খরচ হলেও নিজেকে কোনও সম্পর্কে আবদ্ধ রাখা উচিত নয়।

 

আরও পড়ুন: ‘ভয়াবহ’ সেই রাতে কী ঘটেছিল, জানালেন সাইফ

 

স্ত্রী কারিনা প্রসঙ্গে এ অভিনেতা বলেন, কারিনাকে বিয়ে করে সুখে আছি। তার সঙ্গে ডিভোর্স হওয়ার কোনো সম্ভাবনা নেই।

]]>
সম্পূর্ণ পড়ুন