আমাদের লাশের ওপর এক ইঞ্চি বাংলাদেশও দেয়া হবে না: হাসনাত

৪ সপ্তাহ আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তুমি আমাদের ঠেলতে থাকো, আমাদের উসকানি দিতে থাকো। আমরা না ফেরার পথ অতিক্রম করেছি। আমাদের লাশের ওপর ১ ইঞ্চি বাংলাদেশও তোমাকে দেয়া হবে না কখনো!

বুধবার (২৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। তবে হাসনাত কাকে উদ্দেশ করে এ মন্তব্য করেছেন তা জানা যায়নি।


এর আগে চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান হাসনাত। সেই সঙ্গে তিনি ইসকন নিষিদ্ধেরও দাবি জানান।

 

আরও পড়ুন: চট্টগ্রামে আইনজীবী হত্যা: যা বললেন হাসনাত আব্দুল্লাহ


দুপুরে চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হাসনাত এই দাবি জানান।

]]>
সম্পূর্ণ পড়ুন