শনিবার (১১ অক্টোবর) জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশের টিয়ারশেল নিক্ষেপসহ সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এ পরিবেশে ভোট না হওয়ার পরিকল্পনা সরকারের। জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। একটি বিশেষ মহলের নির্দেশে জাতীয় পার্টির সঙ্গে এ কাজ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।’
বর্তমান সরকার এনসিপির সরকার আখ্যা দিয়ে শামীম বলেন, ‘এ সরকার কিছু দলের সরকার। সরকার সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতা হরিয়েছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন নিয়ে আমদের শঙ্কা আছে।’
এরআগে বিকেলে কর্মী সমাবেশ কেন্দ্র করে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় দফায় দফায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, জলকামান নিক্ষেপ করে পুলিশ।
আরও পড়ুন: রাজধানীতে জাপার সমাবেশ ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ
ছত্রভঙ্গ হয়ে নেতাকর্মীরা অবস্থান নেন বিভিন্ন মোড়ে মোড়ে। দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।
এ ঘটনায় দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত ও ৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটওয়ারী। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ।
এ বিষয়ে রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, ‘অনুমতি ছাড়া রাস্তায় দাঁড়িয়ে কর্মসূচি পালন করায় বিঘ্ন ঘটছিল। সরে যাওয়ার জন্য বার বার তাদের অনুরোধ করলেও সরেননি তারা। এজন্য তাদের সরিয়ে দেয়া হয়েছে মাত্র। কাউকে আটক করা হয়নি।
’