‘আমাকে বাঁচান’, সৌদি আরবে আটকে পড়া ভারতীয় যুবকের করুণ আকুতি

৩ সপ্তাহ আগে
চারপাশে ধূ ধূ করছে মরুভূমি। তার মাঝে উটের গলায় লাগানো দড়ি ধরে হাঁটছে এক যুবক। করুণ আকুতি জানিয়ে তিনি বলছেন, ‘আমি বাড়ি ফিরতে চাই। আমাকে সাহায্য করুন। না হলে আমি মরে যাব!’

ভারতীয় এই যুবকের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ভাইরাল হয়েছে। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেছে সৌদি আরবে থাকা ভারতীয় দূতাবাস। ওই যুবকের ব্যাপারে খোঁজ নেয়া শুরু করেছে তারা।

 

ভিডিওতে ওই যুবক নিজেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের হান্দিয়ার বাসিন্দা বলে জানিয়েছেন। তার দাবি, তার কফিল বা নিয়োগকর্তা তাকে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রেখেছেন। তার পাসপোর্ট কেড়ে নেয়া হয়েছে। এমনকি তাকে হত্যার হুমকিও দেয়া হয়েছে।

 

এখন তিনি দেশে ফিরতে চাইছেন। কিন্তু পারছেন না। তার কথায়, ‘আমার গ্রাম এলাহাবাদে। আমি সৌদি আরবে এসেছিলাম। আমার পাসপোর্ট রয়েছে কফিলের কাছে। আমি তাকে বলেছিলাম, আমি বাড়ি ফিরতে চাই, আমার পাসপোর্ট ফিরিয়ে দিতে। কিন্তু তিনি তা করেননি। উল্টে আমাকে হত্যার হুমকি দিয়েছেন।’

 

আরও পড়ুন: ভারতে ট্রেনের টয়লেটকে ‘কেবিন’ বানালেন যাত্রী, ভিডিও ভাইরাল

 

এমন পরিস্থিতিতে তিনি তাকে দেশে ফেরানোর জন্য তার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্য চেয়েছেন। তবে যুবক তার কফিলের নাম জানাননি। এমনকি নিজের নাম-পরিচয়ও প্রকাশ করেননি।

 

গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক্স-এ পোস্ট করার পর ওই যুবক তার ভিডিওটি যত সম্ভব শেয়ার করার অনুরোধ জানান। কান্না জড়ানো কণ্ঠে তিনি বলছেন, ‘আপনারা আমাকে সাহায্য করুন। দয়া করে সাহায্য করুন। নাহলে আমি মরে যাব। আমি আমার মায়ের কাছে ফিরে যেতে চাই। আপনারা ভিডিওটি প্রচুর শেয়ার করুন, যাতে তা প্রধানমন্ত্রীর (নরেন্দ্র মোদি) কাছে পৌঁছায়।’

 

ভিডিওটি ছড়িয়ে পড়লে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ‘ট্যাগ’ করে বার্তাটি শেয়ার করেন কল্পনা শ্রীবাস্তব নামে দিল্লির এক আইনজীবী। জয়শঙ্করকে অবিলম্বে বিষয়টি বিবেচনা করার আবেদন জানান তিনি।

 

আরও পড়ুন: ভারত / দুর্ঘটনার পর আটকে যায় বাসের গেট, আগুনে মৃত বেড়ে ১৯

 

বিষয়টি নজরে আসতেই প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস। কর্মকর্তারা জানিয়েছেন, তারা ওই যুবককে খুঁজে বের করার চেষ্টা করছেন। তিনি সৌদি আরবে কোথায় রয়েছেন, ভিডিওতে সে সম্পর্কিত তথ্য না থাকায় দ্রুত পদক্ষেপ নেয়া সম্ভব হচ্ছে না।

 

আইনজীবী কল্পনার কাছে যদি ওই যুবকের সম্পর্কে কোনো তথ্য থাকে, তা প্রদান করার অনুরোধও জানানো হয়েছে। একই সঙ্গে উত্তর প্রদেশের প্রয়াগরাজের প্রশাসনকে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরবের ভারতীয় দূতাবাস।

 

তথ্যসূত্র: এনডিটিভি

]]>
সম্পূর্ণ পড়ুন