‘আমরা সবার সেরা, আমাদের সম্মান করুন’

৩ সপ্তাহ আগে ১১
গত কয়েক বছরে আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি দুইবার মহাদেশসেরাও হয়েছে। কনমেবল অঞ্চলের প্রথম দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করেও নিয়েছে আলবিসেলেস্তেরা। পরিসংখ্যানও বলছে তর্কসাপেক্ষে এই মুহূর্তে বিশ্বের সেরা জাতীয় দল আর্জেন্টিনাই। আর সেই দলকে উদ্দেশ করে কী হুমকিটাই না দিয়েছিলেন ব্রাজিলের তারকা রাফিনিয়া। বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনাকে তাদেরই ঘরের মাঠে গুড়িয়ে দেয়ার আগাম হুমকি দিয়েছিলেন বার্সেলোনার এই উইঙ্গার, যা ভালো লাগেনি আকাশি-সাদা জার্সিধারীদের। জবাবটা অবশ্য মাঠের লড়াইয়েই দিয়েছেন তারা।

কনমেবল বাছাই পর্বের ১৪তম রাউন্ডের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগেই ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়ার খবরটা পেয়েছিল আর্জেন্টিনা। এরপর মাঠের খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে উপলক্ষটা ভালোভাবেই উদযাপন করেছেন আর্জেন্টাইনরা। বড় জয়ে রাফিনিয়াকে উচিত জবাব দিতে পেরে বেজায় খুশি আলবিসেলেস্তেরা।


আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল মনে করেন, মানুষের উচিত তাদের সম্মান দেয়া। এদিন ব্রাজিলের বিপক্ষে পুরো ৯০ মিনিট আর্জেন্টিনার মাঝমাঠ সামলেছেন এই মিডফিল্ডার। দলের বড় জয়ে দারুণ ভূমিকা রেখেছেন অ্যাতলেটিকো মাদ্রিদে খেলা ডি পল।

 

আরও পড়ুন: ব্রাজিলকে বিধ্বস্তের পর বাংলাদেশকে 'ধন্যবাদ' জানালেন এনজো ফার্নান্দেজ


ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা আগ বাড়িয়ে কাউকে অসম্মান করতে যাই না। সাম্প্রতিক বছরগুলোতে , আমাদের অনেকবারই অসম্মান করা হয়েছে। কেউ আমাদের সাহায্য করেনি। আমরা নিজের চেষ্টায় সবকিছু অর্জন করেছি। এবং আমরা এটা প্রমাণ করেই যাচ্ছি।’


ডি পল আরও বলেন, ‘গত ছয় বছর ধরে আমরা সবচেয়ে সেরা জাতীয় দল। আমাদের সম্মান করুন।’


মাঝমাঠে ডি পলের সঙ্গী লিয়ান্দ্রো পারেদেসও একই সুরে কথা বলেছেন। ম্যাচের আগে ব্রাজিলিয়ানদের ফাঁকা বুলিতে বিরক্ত এই মিডফিল্ডার। তিনি বলেন, ‘আগ বাড়িয়ে কথা বলা উচিত নয়, যখন আপনি এটা মাঠে রক্ষা করতে পারবেন না। সে (রাফিনিয়া) যখন এই কথা বলেছিল, আমরা এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেই। আমরা মাঠে আমাদের কথা রাখি।’

 

]]>
সম্পূর্ণ পড়ুন