বিকেএসপির চার নম্বর মাঠে আজিজুলের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের দেওয়া ২০৪ রানের লক্ষ্য ৩৭.১ ওভারে পার করে গুলশান। ৭৭ বল হাতে রেখে ম্যাচটি তারা ৫ উইকেটে জিতে। আজিজুল ১০৬ বলে ১০৩ রান করে ম্যাচসেরা হন। তার সতীর্থদের মধ্যে খালিদ হাসান ৩৮ ও জওয়াদ আবরার ৩৩ রান করেন।
এই জয়ের মাধ্যমে গুলশানের সুপার সিক্স নিশ্চিত হয়েছে।
সেঞ্চুরি করার আগে আজিজুল বলও করেছেন। ১০ ওভারে ৪২ দেন তিনি, যদিও কোনো উইকেট পাননি। প্রাইম ব্যাংকের হয়ে সাজ্জাদুল হক ৫১, ইরফান শুক্কুর ৪৩ ও নাঈম ৩৬ রান করেন।
আরও পড়ুন: মাঠে নামার আগেই লিটনের পিএসএল শেষ
দিনের আরেক ম্যাচে মিরপুরে আনিসুল ইসলাম ইমনের সেঞ্চুরিতে আবাহনী লিমিটেডক ৩৯ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং। তাদের ২৬৪ রানের জবাবে ২২৫ রানে শেষ হয় মোহামেডানের ইনিংস। ইমন ১১৮ বলে করেন ১১৪ রান। তারটিসহ ৪৯ রানের বিনিময়ে নাহিদ রানা ৩টি উইকেট শিকার করেন।
আবাহনীর হয়ে নাজমুল হোসেন শান্ত ৮০ রান করেন। বাকিদের কেউ ত্রিশের বৈতরণীও পার হতে পারেননি। মোহামেডানের হয়ে ৩৬ রানে ৪ উইকেট নেন ইবাদত হোসেন। মোহামেডানের জয়ে ১১ ম্যাচে টেবিলের শীর্ষে থাকা আবাহনীর মতো তাদেরও ১৮ পয়েন্ট হলো।
আরেক ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে রূপগঞ্জ টাইগার্স ২৮ রানে হারিয়েছে।