আবারও হার দিয়ে আসর শুরু করল মুম্বাই

৩ সপ্তাহ আগে
আইপিএলের প্রথম ম্যাচ হারবে মুম্বাই, এটা যেন একপ্রকার নিয়মে পরিণত হয়েছে। ২০২৫ সালের আইপিএলে নিজেদের উদ্বোধনী ম্যাচেও হেরেছে তারা। আইপিএল ক্লাসিকোতে রোববার (২৩ মার্চ) মুম্বাইকে ৪ উইকেটে হারিয়েছে চেন্নাই। এ নিয়ে টানা ১৩ মৌসুম নিজেদের প্রথম ম্যাচে হারল মুম্বাই।

টস হেরে ব্যাটিংয়ে নেমে তিলক বর্মা, সূর্যকুমার এবং চাহারের ব্যাটে ৯ উইকেটে ১৫৫ রানের পুঁজি পায় মুম্বাই। জবাবে রাচিন রবীন্দ্রের অসাধারণ ব্যাটিংয়ে ৪ উইকেট ও ৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় চেন্নাই। 


মুম্বাই শুরুতেই উইকেট হারিয়ে বিশাল চাপে পড়ে। তবে মাঝে তিলক বর্মার ২৫ বলে ৩১ এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের ২৬ বলে ২৯ রান মুম্বাইকে কিছুটা চ্যালেঞ্জ করার মতো স্কোর এনে দেয়। এছাড়াও শেষ দিকে দীপক চাহারও খেলেন ১৫ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস।


আরও পড়ুন: মাঠে ঢুকে কোহলির পা ছোঁয়া ভক্ত গ্রেফতার 
 

Rachin Ravindra anchored CSK's chase, Chennai Super Kings vs Mumbai Indians, IPL 2025, Chennai, March 23, 2025অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলে চেন্নাইয়ের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রাচিন রবীন্দ্র।



চেন্নাইয়ের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন নুর আহমেদ। এই আফগান স্পিনার ৪ ওভারে ১৮ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। এছাড়াও খালিল আহমেদ পেয়েছেন ৩ উইকেট।


জবাব দিতে নেমে শুরুতে রাহুলকে হারালেও অধিনায়ক গায়কোয়াড়কে নিয়ে সহজ জয়ের দিকেই দলকে এগিয়ে নিতে থাকেন রাচিন। তবে ২৬ বলে ৫৩ রান করে গায়কোয়াড় আউট হলে কিছুটা চাপে পড়ে চেন্নাই। কিন্তু শেষ পর্যন্ত রাচিনের বীরত্বে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে চেন্নাই। কিউই এই অলরাউন্ডার ৪৫ বলে ৬৫ রানে অপরাজিত ছিলেন। মুম্বাইয়ের হয়ে ৩২ রানে ৩ উইকেট নিয়েছেন ভিগনেশ পুথুর। 

]]>
সম্পূর্ণ পড়ুন