আবারও রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন

২ সপ্তাহ আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে নতুন তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম। তবে ঘোষণার পরপরই রাজনৈতিক সংগঠন, সাধারণ শিক্ষার্থী ও হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। রাতে জরুরি বৈঠক শেষে কমিশন ভোটের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

 

নতুন সূচি অনুযায়ী মনোনয়নপত্র বিতরণের শেষ দিন ৩১ আগস্ট, দাখিল ১ থেকে ৪ ও ৭ সেপ্টেম্বর, বাছাই ৮ থেকে ৯ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর, আপত্তি গ্রহণ ১৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ সেপ্টেম্বর এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। ভোট গ্রহণ হবে ২৫ সেপ্টেম্বর, সেদিনই ঘোষণা করা হবে ফলাফল।

 

আরও পড়ুন: সমতা-ন্যায্যতার ভিত্তিতে রাকসু নির্বাচন চান রাবি ছাত্রদল, স্মারকলিপি

 

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীদের দাবি ও সার্বজনীন স্বার্থ বিবেচনায় নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আরও কিছু সূচি পুনর্বিন্যাস করা হয়েছে, যা পরে জানানো হবে।’

 

উল্লেখ্য, সবশেষ রাকসু নির্বাচন হয়েছিল ১৯৮৯ সালে। দীর্ঘ ৩৫ বছর পর পুনরায় এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কারণে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। ছাত্র সংগঠনগুলোও সক্রিয় হয়ে উঠেছে এবং ক্যাম্পাসজুড়ে নির্বাচনি পরিবেশ তৈরি হতে শুরু করেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন