রোববার (১১ মে) এ কমিটি গঠন করা হয়। কমিটিকে বিভিন্ন বিষয় পর্যালোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেযার নির্দেশনা দেয়া হয়।
কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। এছাড়া অন্য সদস্যরা হলেন- বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান (সদস্য) এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন (সদস্য)।
কমিটি গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে কীভাবে বিদেশ গমন করেছেন; এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দায়িত্বের ক্ষেত্রে কোনো প্রকার ব্যত্যয় ও গাফিলতির ঘটনা ছিল কি না; কারা কোন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তা নির্ধারণ করা এবং সেক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়ে সুপারিশ জানাবে।
আরও পড়ুন: দেশত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি বিস্ফোরক মামলার আসামি
]]>