ইনজুরির কারণে গত মৌসুমে বেশকিছু ম্যাচ মিস করেন আশরাফ হাকিমি। তবুও পিএসজির ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। যার কারণেই বর্ষসেরা হওয়ার দৌড়ে বাকি দুইজন থেকে এগিয়ে ছিলেন হাকিমি। আগামী ২১ ডিসেম্বর থেকে ঘরের মাঠে বসতে যাওয়া আফ্রিকা কাপ অব নেশন্সে মরক্কোকে নেতৃত্ব দেবেন হাকিমি।
২০২৫ সালের আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হাকিমি গত মৌসুমে পিএসজির হয়ে চারটি শিরোপা জেতে। ফ্রান্সের লিগে তিন শিরোপা জেতার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও ঘরে তোলে পিএসজি। এছাড়াও ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলে ফরাসি ক্লাবটি।
আসর পড়ুন: পেশির চোটে দুই সপ্তাহের জন্য ছিটকে গেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার
প্রসঙ্গত, সবচেয়ে বেশিবার আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন দুই কিংবদন্তি ফুটবলার স্যামুয়েল ইতো এবং ইয়াইয়া তুরে। হাকিমির সঙ্গে বর্ষসেরার দৌড়ে থাকা সালাহ ২০১৭ ও ২০১৮ এবং ভিক্টর ওসিমেন ২০২৩ সালে বর্ষসেরা পুরস্কার জিতেছেন।
এদিকে আফ্রিকার বর্ষসেরা গোলকিপার হয়েছেন মরক্কোর ইয়াসিন বোনো, তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন মরক্কোর ওসমানে মাম্মা এবং সেরা কোচ নির্বাচিত হয়েছেন কেপ ভার্দে বুবিস্তা।
এদিকে নারীদের বর্ষসেরার পুরস্কার জিতেছেন মরক্কোর গিজলেন চেব্বাক। মরক্কোর প্রথম নারী ফুটবলার হিসেবে বর্ষসেরার পুরস্কার জিতলেন তিনি।

১ সপ্তাহে আগে
৭






Bengali (BD) ·
English (US) ·