এসিবি এক বিবৃতি দিয়ে মুনিকে নিয়োগ দেওয়ার বিষয়টি জানিয়েছে। দুই পক্ষের মধ্যে কত দিনের চুক্তি হয়েছে, তা জানা যায়নি। ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে মুনি শিগগির আফগানিস্তানের চলমান ক্যাম্পে যোগ দেবেন। পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ২৯ আগস্ট থেকে, এশিয়া কাপ ৯ সেপ্টেম্বর।
ওয়ানডে ও টি-২০ মিলিয়ে অলরাউন্ডার মুনি আয়ারল্যান্ডের হয়ে মোট ৯১টি ম্যাচ খেলেছেন। ৬৪ ওয়ানডেতে ৯৬৩ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ৪৮টি, ২৭ টি-টোয়েন্টিতে ২৩১ রান করে উইকেট নিয়েছেন ১০টি।
আরও পড়ুন: এশিয়া কাপের ১৭ সদস্যের ১৬ জনকে নিয়ে আফগানিস্তানের ত্রিদেশীয় সিরিজের দল
মুনি প্রতিনিধিত্ব করেছেন ২০৭৭, ২০১১ ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে। টি-২০ বিশ্বকাপ খেলেছেন ২টি। ২০১৫ সালে খেলুড়ে জীবন শেষ হয় তার, এরপর ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড থেকে লেভেল ৩, ২ ও ১ কোচিং সার্টিফিকেট নিয়ে কোচিং জগতে প্রবেশ করেন। আফগানিস্তান ছাড়াও তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ও আয়ারল্যান্ড নারী দলে কাজ করেছেন।
আফগানিস্তান নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়ার ফিজিওথেরাপিস্ট নিরমালান থানাবালাসিংগামকে। বালাসিংগামের ডেসার্ট ভাইপার্স, নিউ সাউথ ওয়েলস, রংপুর রাইডার্স, মট্রিওল টাইগার্স, সিডনি থান্ডার্সের হয়ে কাজ করার অভিজ্ঞতা আছে।