রোববার (১২ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর মাঠে একটি বেসরকারি ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি অংশ হিসেবে ৩০টি পাওয়ার টিলার ৩০টি টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটলে কাউকেই ছাড় নয়। রাজনীতি করেন আপত্তি নেই, কিন্তু আইনশৃঙ্খলা ভঙ্গ করলে কোনো অবস্থায়ই কাউকে ছাড় দেয়া হবে না।
শ্রীনগর থানা থেকে আসামি যুবদল নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনা ইঙ্গিত করে তিনি পুলিশ সুপারকে নির্দেশ দিয়ে বলেন, সে যেই হউক, যদি আমার ভাইও হয় তাকেও ছাড় নেই, আগে চৌদ্দ শিকের ভেতর ঢুকান। যারা এমপি হউক বা যা হউক সেই সময় হবেন। এখন আইনশৃঙ্খলায় ব্যাপারে তাদের কোন হাত নেই। রাজনীতিবীদদের দেশের কাজ করার পরামর্শ দেন।
আরও পড়ুন: সীমান্তে ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণ করতে পারবে না ভারত: স্বরাষ্ট্র উপদেষ্টা
আয়োজনটিতে আরও অংশ নেন- কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার ও ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জমান খান, পরিচালক রাশেদুর রহমান শাহীন, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার ও উপজেলা কৃষি অফিসার আবু সাঈদ শুভ্র, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. মারুফ প্রমুখ।