আপত্তিকর অবস্থায় আটক, পুলিশ কনস্টেবলের সাথে প্রবাসীর স্ত্রীর বিয়ে

৪ সপ্তাহ আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, রংপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল ও গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালাহাটা গ্রামের মো. ইমরুল কায়েস ধুমাইটারী গ্রামের এক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন।

 

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে ফেলে এবং রাতভর আটক করে রাখে। ওই গৃহবধূ ওই মোছাঃ মৌসুমি আক্তার ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী এরশাদুল হকের স্ত্রী।

 

আরও পড়ুন: গাইবান্ধায় ৮০ বছরের বৃদ্ধাকে হাত-মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ

 

রাতভর আটক রাখার পর শুক্রবার (২৪ অক্টোবর) সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে মৌসুমি আক্তার ও পুলিশ কনস্টেবল ইমরুল কায়েসের বিয়ে সম্পন্ন করা হয়।

 

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরেই ওই কনস্টেবল ও গৃহবধূর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক চলছিল। স্বামী প্রবাসীর অনুপস্থিতিতে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল বলে অভিযোগ রয়েছে।

 

আরও পড়ুন: গাইবান্ধায় জাতীয় পতাকার পরিবর্তে জুতা উত্তোলনের ঘটনায় যুবক আটক

 

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, বিভিন্ন মাধ্যমে ঘটনা শুনেছি। অভিযোগ না থাকায় কোনো ব্যবস্থা নেয়া হয়নি। অভিযুক্ত পুলিশ সদস্য অন্য থানার।
 

]]>
সম্পূর্ণ পড়ুন