আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় কুমিল্লার ৬ আইনজীবী কারাগারে

৩ সপ্তাহ আগে
কুমিল্লা নগরীর পুলিশ লাইন্সে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় ছয় আইনজীবীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহাবুবুর রহমান শুনানি শেষে মামলার অন্যতম ৬ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারমধ্যে অ্যাড. জিয়াউল হাসান চৌধুরী সোহাগ এবং অ্যাড. মইন পলাতক রয়েছেন।


সাজাপ্রাপ্তরা হলেন: আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাবেক এপিপি এএমএম মহিন, অ্যাডভোকেট জহুর হাসান চৌধুরী সোহাগ, এডভোকেট সাইফুল ইসলাম ভূঁইয়া ও অ্যাডভোকেট জাকির হোসেন।


আরও পড়ুন: গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার দিনাজপুরে গ্রেফতার


কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।


তিনি বলেন, এ মামলার সর্বমোট আসামি ২৬১ জন। গেল ১১ আগস্ট কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ইনজামামুল হক রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় ২৪ আসামি শুনানিতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছয় আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাদের মধ্যে পলাতক দুই আসামির ওয়ারেন্ট জারি হয়েছে।


আরও পড়ুন: বরগুনায় ডোপ টেস্টে পজেটিভ ৬ জন কারাগারে


রায়ের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা বলেন, ৩ আগস্ট কুমিল্লায় যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে। আদালতের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে। ৩ আগস্টের তাণ্ডবের সঙ্গে অনেক আইনজীবী জড়িত। তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।  এই মামলায় আসামিদের বিচার নিশ্চিত করতে কোনো আইনজীবী যদি অসহযোগিতা করেন; তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।।


এ দিকে মামলার শুনানি চলাকালে আদালত প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতা ও সাধারণ ছাত্র-জনতা আসামিদের বিচার দাবিতে স্লোগান দেন। এ ছাড়া কারাগারে পাঠানোর সময় আসামিদের ওপর ডিম নিক্ষেপ করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন