মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘটে তারা জানান, প্রাতিষ্ঠানিক সুবিধা তাদের ন্যায্য অধিকার। সন্তানরা নিয়ম মেনে ভর্তি হন, তাই পোষ্য কোটা পুনর্বহাল করতে হবে।
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে: পরিবহন ব্যবস্থা উন্নয়ন, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা, কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসন ব্যবস্থা, শিক্ষা ও গবেষণায় বরাদ্দ বৃদ্ধি।
আরও পড়ুন: রাকসু নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কায় রাবির ৫ সাংস্কৃতিক সংগঠন
অন্যদিকে, এ আন্দোলনকে অযৌক্তিক দাবি আখ্যা দিয়ে পাল্টা কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। দুপুরে প্যারিস রোডে বিক্ষোভ সমাবেশে তারা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে বাতিল হওয়া পোষ্য কোটা আবার ফিরিয়ে আনার দাবি কোনোভাবেই যৌক্তিক নয়।
এর আগে, গত ২ জানুয়ারি শিক্ষার্থীরা প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ করেন। পরে উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন।