আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ টাই করেছে কোন দল?

৪ সপ্তাহ আগে
আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের ইতিহাসে এবারই প্রথম টাই-এর দেখা পেলো বাংলাদেশ। মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা টাই হয়। ৮১৪তম ম্যাচে এসে প্রথম টাই-এর দেখা পাওয়া বাংলাদেশ হেরে যায় সুপার ওভারে।

আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলোর মধ্যে সবার শেষে টাই-এর দেখা পেলো বাংলাদেশ। ২০১৭ সালে আইসিসির পূর্ণ সদস্য হওয়া আয়ারল্যান্ডের ম্যাচও টাই হয়েছে পাঁচবার। আইরিশদের সঙ্গেই টেস্ট মর্যাদা পেয়েছিল আফগানিস্তান। তারাও তিনবার ম্যাচ টাই করেছে। 

 

এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ টাই হয়েছে মোট ৯৩টি। এর মধ্যে ৪৭টি ওয়ানডে, ৪৪টি টি-টোয়েন্টি ও ২টি টেস্ট ম্যাচ টাই হয়েছে। তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ম্যাচ টাই হয়েছে ভারতের। মোট ১৮টি ম্যাচ টাই করেছে টিম ইন্ডিয়া। 

 

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চলতি বছরের লঙ্কা প্রিমিয়ার লিগ স্থগিত

 

১৮ ম্যাচের মধ্যে ১০টি ওয়ানডে, ৭টি টি-টোয়েন্টি ও ১টি টেস্ট টাই হয়েছে ভারতের। যদিও টেস্টে টাই হওয়া বিরল ঘটনা। এখন পর্যন্ত টেস্ট ইতিহাসে মাত্র দুটি ম্যাচ টাই হয়েছে। যার সর্বশেষটি ভারতের। ১৯৮৬ সালে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ম্যাচটি টাই হয়েছিল। এর আগে প্রথমবার টেস্ট ম্যাচ টাই হয়েছিল ১৯৬০ সালে, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ। 

 

ভারতের পর সবচেয়ে বেশি ম্যাচ টাই হয়েছে নিউজিল্যান্ডের। তিন সংস্করণ মিলিয়ে তাদের মোট ১৭টি ম্যাচ টাই হয়েছে। টি-টোয়েন্টিতে ১০টি ও ওয়ানডেতে ৭টি ম্যাচ টাই হয়েছে কিউইদের। 

 

তালিকার ৩ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ, মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুরের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি তাদের ১৬তম টাই। সবচেয়ে বেশি ম্যাচ টাই করেছে তারা ওয়ানডেতে, ১২ ম্যাচে। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ টাই করেছে ৩ ম্যাচ আর টেস্টে ১টি। 

 

আরও পড়ুন: পিসিবির গুরুত্বপূর্ণ পদে আসছেন মিসবাহ

 

এরপরে আছে অস্ট্রেলিয়া, তারা ম্যাচ টাই করেছে ১৪টি। আর পাকিস্তান ম্যাচ টাই করেছে ১৩টি। অস্ট্রেলিয়া ওয়ানডেতে ৯ বার ম্যাচ টাই করেছে, টি-টোয়েন্টিতে তাদের টাই হয়েছে তিনটি ম্যাচ। পাকিস্তানও ওয়ানডেতে ৯টি ম্যাচ টাই করেছে। আর টি-টোয়েন্টিতে ৪টি ম্যাচ টাই করেছে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ৬টি করে টাই করেছে শ্রীলঙ্কা।   

 

সব মিলিয়ে ১১টি ম্যাচে টাই করেছে ইংল্যান্ড। ওয়ানডেতে ৯টি ও টি-টোয়েন্টিতে ২টি ম্যাচ টাই করেছে ইংলিশরা। জিম্বাবুয়ে ম্যাচ টাই করেছে ১০টি। এর মধ্যে ৮টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি। 

 

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টিতে টাই ৬টি, আর ওয়ানডে টাই করেছে মাত্র ১টি। আইরিশরা দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ টাই করেছে। আফগানিস্তান ২টি টি-টোয়েন্টিতে এবং ১টি ওয়ানডে ম্যাচ টাই করেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন