আধুনিক সড়ক নিয়ে বরিশালবাসীর স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে: সাখাওয়াত হোসেন

২ সপ্তাহ আগে
দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে যুগান্তকারী পরিবর্তন আনতে বরিশাল-কুয়াকাটা ৬ লেন মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শনিবার (১০ মে) বরিশাল সার্কিট হাউজের ধানসিঁড়ি মিলনায়তনে বিভাগীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

 

এম সাখাওয়াত হোসেন বলেন, বরিশালের মানুষ বহুদিন ধরে আধুনিক সড়ক ব্যবস্থার স্বপ্ন দেখছিল। সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের মহাসড়ক নির্মাণ প্রকল্প এরইমধ্যে অনুমোদন পেয়েছে। ধাপে ধাপে বাস্তবায়ন হবে এই মেগা প্রকল্প।

 

আরও পড়ুন: নৌ নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপের কথা জানলেন সাখাওয়াত হোসেন

 

প্রকল্পটির প্রথম ধাপে পটুয়াখালীর পায়রা সেতু পর্যন্ত কাজ শুরু হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত রাস্তার অবস্থা এখনো সংকুচিত ও অপ্রতুল। তাই বরিশালের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

 

তিনি জানান, এই প্রকল্প বাস্তবায়িত হলে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর সরাসরি ও দ্রুত যোগাযোগ স্থাপন সম্ভব হবে। এতে ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও সাধারণ মানুষের যাতায়াতে আসবে ব্যাপক গতি।

 

আরও পড়ুন: শিগগিরই সংশোধন হবে শ্রম আইন, প্রাধান্য পাবে শ্রমিকের স্বার্থ: উপদেষ্টা

 

সভায় সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান।
 

]]>
সম্পূর্ণ পড়ুন