আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৫৭ কোটি, সূচক বাড়ল ২০ পয়েন্ট

৪ সপ্তাহ আগে
সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৫৭ কোটি টাকা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) চলতি সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৬ পয়েন্ট।

 

ঢাকা স্টক এক্সচেঞ্জ

 

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২০ দশমিক ২২ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৪ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ২১৮ দশমিক ১৬ পয়েন্টে ও ১ হাজার ১৭০ দশমিক ৯২ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৬ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৩ দশমিক ৫৮ পয়েন্টে। 

 

আরও পড়ুন: তারল্য সংকটের প্রভাব পুঁজিবাজারেও!

 

এ সময় ডিএসইতে ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৩১টির কোম্পানির শেয়ারের, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি।

 

এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার।

 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

 

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৬ দশমিক ৪১ পয়েন্ট ও সিএসআই সূচক শূন্য দশমিক ০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৪৭৫ দশমিক ৯০ পয়েন্টে ও ৯৩২ দশমিক ৪৪ পয়েন্টে।

 

আরও পড়ুন: মিউচুয়াল ফান্ড পুঁজিবাজারের সম্মুখভাগে থাকা উচিত: বিএসইসি চেয়ারম্যান

 

এছাড়া সিএসসিএক্স সূচক ৭ দশমিক ৪০ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ১ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৮ হাজার ৮১৯ দশমিক ০১ পয়েন্টে ও ১ হাজার ১০৭ দশমিক ২৫ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক বেড়েছে ৫ দশমিক ৮৭ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১১ হাজার ৮২৩ দশমিক ৪০ পয়েন্টে।

 

এ সময় লেনদেন হয়েছে ৪০ লাখ ৯৯ হাজার টাকার।


লেনদেন হওয়া ৩৯ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮টি কোম্পানি শেয়ারের, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।

]]>
সম্পূর্ণ পড়ুন