আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, এসআই আহত

১ সপ্তাহে আগে
নরসিংদী জেলা জজ আদালতের গেইটে পুলিশের কাছ থেকে হত্যা মামলার দুই আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে আসামির স্বজনেরা। এ সময় আসামিকে হেফাজতে রাখতে ধস্তাধস্তিতে আহত হয়েছেন আসামি নিয়ে আসা মনোহরদী থানার উপ পরিদর্শক (এস.আই) টিটুল হোসাইন।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের ৩ নং গেইটে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উপ পরিদর্শক (এস.আই) টিটুল হোসাইন। নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক খন্দকার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।


উপ পরিদর্শক (এস.আই) টিটুল হোসাইন জানান, মনোহরদী থানার একটি হত্যা মামলার দুই আসামি সেলিম মিয়া (২৯) ও পারভেজকে (২৩) রোববার গ্রেফতারের পর সোমবার দুপুরে আদালতে হাজির করার জন্য সরকারি গাড়িতে করে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে গাড়িটি রেখে আসামিদের নিয়ে পায়ে হেঁটে পাশেই অবস্থিত আদালতে যাচ্ছিলেন পুলিশ সদস্যরা। আদালতে প্রবেশ করার সময় ৩নং গেইটে আসামিদের ১০ থেকে ১৫ জন স্বজন পুলিশের কাছ থেকে দুই আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। এতে উপ পরিদর্শক (এস.আই) টিটুল হোসাইন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেন। এক পর্যায়ে আদালতের অন্যান্য পুলিশ সদস্যরা এগিয়ে গেলে আসামি ছিনিয়ে নিতে আসা লোকজন পালিয়ে যায়। পরে দ্রুত আসামিদের আদালতের ভেতরে নিয়ে যাওয়া হয়।


আরও পড়ুন: পুলিশ সদস্যদের মারধর করে আসামি ছিনতাই


এ ঘটনায় সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন উপ পরিদর্শক (এস.আই) টিটুল হোসাইন।


গ্রেফতার হওয়া দুই আসামি সেলিম মিয়া (২৯) মনোহরদী উপজেলার দৌলতপুর এলাকার ফজলুল হকের ছেলে ও পারভেজ মিয়া কোচের চর এলাকার মাসুদ মিয়ার ছেলে। গত ১৭ নভেম্বর চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা মামলার আসামি তাঁরা।

]]>
সম্পূর্ণ পড়ুন