আদমজী ক্যান্টনমেন্ট স্কুলের এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

২ সপ্তাহ আগে
ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের মো. নাহিদ হাসান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছেন।

রোববার (৪ মে) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকার সিএমএইচ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।


নাহিদ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম উদ্দিনের একমাত্র ছেলে।


একমাত্র সন্তানের অকাল মৃত্যুতে শোকে পাগল প্রায় বাবা-মা। শোকে স্তব্ধ হয়ে গেছে পুরো গুয়াগাছিয়া ইউনিয়ন।


মৃত নাহিদ হাসানের চাচাতো ভাই জামান জানান, রোববার সকাল ১০টার দিকে নাহিদ বুকে ব্যথা অনুভব করলে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


আরও পড়ুন: ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থী রাজনের


রোববার বিকেলে ঢাকা ক্যান্টনমেন্টে প্রথম জানাজা ও রাতে গুয়াগাছিয়া গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন