দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে যান চলাচল স্বাভবিক করেন। দুর্ঘটনায় নিহত আব্দুল হেকিম (৮০) ও তার স্ত্রী আজমলা খাতুন (৬৫) সদরের পাড়াইল গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, স্বামী-স্ত্রী ত্রিশালের দিকে এক আত্মীয়ের জানাজায় যোগ দিতে যাচ্ছিলেন। চুরখাই মোড়ে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী ট্রান্সপোর্ট অ্যাজেন্সির কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্বামী-স্ত্রীর দেহ ছিন্নভিন্ন হয়ে পড়লে স্থানীয় উত্তেজিত জনতা ট্রাকটি আটকে তাতে ভাঙচুর চালায়। কিন্তু পালিয়ে যায় চালক। মর্মান্তিক দুর্ঘটনায় বিক্ষুব্ধ লোকজন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আটকে দিলে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
আরও পড়ুন: যুবকের কাঁচির আঘাতে পল্লী চিকিৎসক নিহত
এতে ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলকারী মানুষ। এদিকে পুলিশ ও র্যাব সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
কোতোয়োলি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান বলেন, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।