এমনিতেই প্রথম লেগে এগিয়ে আছে এক হালি গোলে। তার ওপর জার্মানি ভ্রমণের আগেই এসেছে বড় সুসংবাদ। সুস্থ হয়ে উঠেছেন দানি ওলমো, খেলবেন কোয়ার্টারের সেকেন্ড লেগে। ইউসিএল মঞ্চে আরো একটা হাইভোল্টেজ ম্যাচের আগে এর চেয়ে বড় অনুপ্রেরণা আর কি হতে পারে বার্সেলোনার জন্য ?
লা লিগায় রীতিমতো উড়ছে কাতালুনিয়ানরা। পা না হড়কালে এ মৌসুমের ট্রফিটা যে বার্সাতেই যাচ্ছে তা অনেকটাই নিশ্চিত। কোপা দেল রের ফাইনালেও উঠে বসে আছে হ্যান্সি ফ্লিকের দল। চ্যাম্পিয়ন্স লিগেও যদি এখন সেমির টিকিট চলে আসে হাতে, তাহলে কোয়াড্রপলের স্বপ্নটাও যে সত্যি হয়ে যাবে জার্মান বসের জন্য।
আরও পড়ুন: আর্সেনালকে বিদায় করতে পারলেই পুরস্কার, রিয়াল সভাপতির প্রতিশ্রুতি
কোয়ার্টারে প্রতিপক্ষের মাঠে যাওয়ার আগে আত্মবিশ্বাসে টইটুম্বুর বার্সেলোনা। কারণ, পরিসংখ্যান কথা বলছে তাদের পক্ষে। ইউসিএলের ইতিহাসে এর আগে ১৬০ ম্যাচের ১৫৯টি'তেই প্রথম লেগের চার শুন্য গোলে জয়ী দল পেয়েছে সেমির টিকিট। আর যে এক ম্যাচে ঘটেছিলো দুর্ঘটনা, সেটাও বার্সারই হাত ধরে। তাই সিগনাল ইদুনা পার্কে গোলশুন্য ড্র করলেও যে জয়ের হাসিই থাকবে ফ্লিকের মুখে।
মাঠে নামার আগে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন, ‘বার্সেলোনা ছেলেরা জানে তারা কতটা ভালো। আমরা ২৪ ম্যাচ হারিনি, এ রেকর্ড এখানেও বজায় রাখবো। তবে হার বা জয় নয়, আমার চিন্তায় ইউসিএল সেমিফাইনাল। সেখানে যেতে পারলেই আমি খুশি। ৪-০ গোলে এগিয়ে থাকার মানে, আমরা আগের ম্যাচটা ভালো খেলেছি। এখন কেবল সেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। বার্সেলোনা থেকে অনেক সমর্থক এখানে এসেছেন, আমরা তাদেরকে হতাশ করবো না।’
আরও পড়ুন: মার্সেলোর বিশ্বাস, আর্সেনালের বিপক্ষে ঘুরে দাঁড়াবে রিয়াল মাদ্রিদ
অন্যদিকে গত মৌসুমের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ড শিবিরে এখন নিস্তব্ধতা। অবিশ্বাস্য নয় রীতিমতো মিরাকল ঘটাতে হবে তাদের সেমির টিকিট পেতে হলে। কোন মন্ত্রেই যেন তাই কেটে যাওয়া সেই সুর ফিরিয়ে আনতে পারছেন না নিকো কোভাচ। ইতিহাসটাও পক্ষে নেই জার্মানদের। এমন বিরূপ পরিস্থিতি থেকে ঠিক কিভাবে জ্বলে উঠবে ডর্টমুন্ড সেটাই এখন দেখার বিষয়।
নিকো কোভাচ জানালেন, ‘আমি জানি, আমাদের পরিস্থিতি আশাব্যাঞ্জক নয়। কিন্তু ম্যাচের আগে আমি তো হেরে যেতে পারিনা। ঘরের মাঠে ছেলেরা তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে, বার্সেলোনার জন্য ম্যাচটা কঠিন হবে। আমি সবাইকে বলেছি, ফলাফল নয় নিজেদের সম্মানের জন্য খেলো। প্রথম লেগে যা হয়েছে আমরা ততটা বাজে দল নই।’
চ্যাম্পিয়ন্স লিগে কখনই বার্সেলোনার বিপক্ষে জিততে পারেনি বরুশিয়া ডর্টমুন্ড। ৪ ম্যাচে ৩বার জিতেছে বার্সা, আর একটা ম্যাচ হয়েছে ড্র।
]]>