আতিফ আসলামের ১৩ ডিসেম্বরের কনসার্ট নিয়ে আশাবাদী আয়োজকরা

২ দিন আগে
তারুণ্যের ইতিবাচক শক্তিকে কেন্দ্র করে আগামী ১৩ ডিসেম্বর ২০২৫ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “এক্স ফোর্স প্রেজেন্টস আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো।”

বাংলাদেশের তরুণ প্রজন্ম সাম্প্রতিক সময়ে যে দায়িত্ববোধ, সাহস, ঐক্য ও সচেতনতার দৃষ্টান্ত স্থাপন করেছে, সেই চেতনাকে উদযাপন করতেই এই বৃহৎ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।


ইভেন্টটিতে পারফর্ম করবেন দেশের শীর্ষ ব্যান্ড ও শিল্পীরা। আন্তর্জাতিক হেডলাইনার হিসেবে মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী আতিফ আসলাম, যিনি ইতোমধ্যে তার অফিসিয়াল ফেসবুক পেজে ঢাকায় পারফর্ম করতে আসার ঘোষণা দিয়ে ভক্তদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছেন।


এই আয়োজনকে আরও অর্থবহ করতে প্রতিটি টিকিট বিক্রির একটি অংশ প্রদান করা হবে পুশাব (প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স বাংলাদেশ) এর মাধ্যমে জুলাই বিপ্লবের ফাইটার ও তাদের পরিবারদের সহায়তায়। তরুণদের সামাজিক ভূমিকা, দেশের প্রতি দায়বদ্ধতা ও ঐতিহাসিক অবদানকে সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

আরও পড়ুন: ঢাকা আসার বিষয়টি নিজেই জানালেন আতিফ আসলাম


অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ঢাকার ১০০ ফিট ও ৩০০ ফিট এলাকার মধ্যবর্তী একটি আধুনিক, বিস্তৃত ও নিরাপদ আউটডোর কনসার্ট এরিনায়। নিরাপত্তাজনিত কারণবশত ভেন্যুর সঠিক নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না; তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভেন্যু সংক্রান্ত প্রয়োজনীয় সব প্রস্তুতি, অনুমোদন ও আনুষ্ঠানিকতা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। দর্শক, শিল্পী ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি ব্যবস্থা সাজানো হচ্ছে।


ভেন্যুটি অত্যন্ত সহজে পৌঁছানো যায় প্রাইভেট কার, রাইডশেয়ার (উবার/পাঠাও), মোটরবাইক, সিএনজি এবং পাবলিক ট্রান্সপোর্টসহ সব ধরনের পরিবহনের মাধ্যমে।


সাম্প্রতিক কিছু গুঞ্জন সম্পর্কে আয়োজকরা জানান যে ইভেন্টটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক, নিরাপদ ও স্বচ্ছভাবে আয়োজন করতে তারা সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও কর্তৃপক্ষের সাথে নিয়মমাফিক কাজ করে যাচ্ছেন। প্রতিটি প্রয়োজনীয় ধাপ অনুসরণ করে অনুষ্ঠানটি এগিয়ে নেয়া হচ্ছে, এবং তরুণদের এই ইতিবাচক সামাজিক উদ্যোগে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সর্বোচ্চ সহযোগিতা পাওয়ার বিষয়ে তারা আশাবাদী।


দর্শকদের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে টিকিট বিক্রি চলছে শুধুমাত্র Chologhuri.com এ। অন্য কোনো প্ল্যাটফর্ম, ব্যক্তি বা সোশ্যাল পেজ থেকে টিকিট বিক্রি বা কেনাবেচা হয় না। প্রতিটি টিকিটি কিউ আর কোড দ্বারা যাচাই করা হবে, যা নিরাপত্তা নিশ্চিত করবে।

 

আরও পড়ুন: প্রথমবার একই মঞ্চে বাপ্পা মজুমদার-মেহজাবীন মেহা


মেইন স্টেজ ইনক ডট-এর পক্ষ থেকে জানানো হয়, “এটি কেবল একটি কনসার্ট নয় এটি তরুণদের জন্য একটি উৎসব, একটি উদযাপন। জুলাইয়ের সেই সাহসী প্রজন্মকে সম্মান জানিয়ে আমরা চাই এই আয়োজন তাদের ইতিবাচক শক্তি, উদ্দীপনা এবং ঐক্যকে আরও একবার সামনে নিয়ে আসুক। দেশের স্বার্থে তরুণদের অবদানকে সম্মান জানিয়ে আমরা চাই এই আয়োজন তাদের আরও অনুপ্রাণিত করুক। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এটি দেশের অন্যতম সফল, নিরাপদ ও স্মরণীয় কনসার্ট হবে বলে আমরা বিশ্বাস করি।”

]]>
সম্পূর্ণ পড়ুন