বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে ওই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ।
এ সময় সেখানে বিজিবির পক্ষে হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার শাহাদত হোসেন ও বিএসএফের পক্ষে এসি সৌরভ কুমার উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির ক্যাম্প উদ্বোধন
এর আগে সেখানে দুই বাহিনীর মাঝে মাঝে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দেশে ফেরা বাংলাদেশি নাগরিক জব্বার হোসেন ঠাকুরগাঁও জেলা সদরের নয়া বস্তি গ্রামের মৃত কদম আলীর ছেলে।
তিনি বুধবার সকাল ১১টার দিকে ইলিশ সীমান্তের রেল স্টেশনের পাশের কামাল গেট এলাকা দিয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢোকেন। এরপর সেদেশের অভ্যন্তরে ঢুকলে বিএসএফ তাকে আটক করে। তিনি ভারতে হারনিয়া অপারেশন করাতে যাচ্ছিলেন বলে জানান। পরে বিজিবির পক্ষ থেকে ওই ব্যক্তির বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়।
আরও পড়ুন: কুড়িগ্রাম সীমান্তে সড়ক নির্মাণে বিএসএফের বাঁধা
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন মিয়া বলেন, বিজিবির পক্ষ থেকে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের পূর্বক জব্বার হোসেন নামে এক ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করেছে করেছে। প্রক্রিয়া শেষে আগামীকাল বৃহস্পতিবার সকালে তাকে দিনাজপুরে পাঠানো হবে।