আজ লেগানেসের সঙ্গে জিতলেই বার্সার সমান পয়েন্ট হবে রিয়ালের

৩ সপ্তাহ আগে
লা লিগায় শিরোপার দৌড়ে টিকে থাকতে আজ রাতে লেগানেসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ অবনমন অঞ্চলের দল হওয়ায় এ ম্যাচে বড় জয়ের প্রত্যাশা মাদ্রিদ কোচের। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে রাত ২টায়।

লা লিগা, কোপা দেল রে কিংবা চ্যাম্পিয়ন্স লিগ। সব টুর্নামেন্টেই রিয়াল মাদ্রিদের সামনে কঠিন পরীক্ষা। সম্প্রতি অল হোয়াইটদের পারফরম্যান্স ভাবাচ্ছে দলকে। শেষ ৫ ম্যাচের একটিতেও ক্লিন শিট রাখতে পারেনি লস ব্লাঙ্কোসরা। ঘরোয়া লিগে বার্সেলোনার কাছে হারিয়েছে নিজেদের শীর্ষস্থান। তবে কাতালানদের সঙ্গে ব্যবধান কমাতে ঘরোয়া লিগে সহজ প্রতিপক্ষ পেয়েছে মাদ্রিদিস্তারা। অবনমন সারিতে থাকা লেগানেসের বিপক্ষে জয় দিয়ে শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকতে চায় কার্লো আনচেলত্তির দল।


আরও পড়ুন: ধর্ষণ মামলা থেকে খালাস পেলেন আলভেজ


দলটির কোচ বলেন, ‘লা লিগায় এখনই কোনো কিছু নির্ধারণ হয়নি। বার্সেলোনা এগিয়ে আছে। তবে এখনও ক্ল্যাসিকো আছে যা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া আরও অনেক ম্যাচ রয়েছে। আমরা সর্বোচ্চ দিয়ে ম্যাচ জিততে চাই। এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ এখনও ১৭টি ম্যাচ আছে। শেষ পর্যন্ত সব প্রতিযোগিতায় আমরা লড়াই চালিয়ে যাব।’


আরও পড়ুন: কোর্টে মেসি পরিবারসহ উপস্থিত থাকায় নার্ভাস ছিলেন কিংবদন্তি জকোভিচ


জাতীয় দলের ব্যস্ততা শেষে ক্লাবে ফিরেছেন ফুটবলারা। তাই এ ম্যাচে সবাইকে পাচ্ছেন মাদ্রিদ কোচ। লেগানেসের বিপক্ষে ৪-৩-৩ ফরম্যাশনে একাদশ সাজাতে পারেন আনচেলত্তি। আক্রমণভাগে দেখা যেতে পারে রদ্রিগো, এমবাপ্পে ও ভিনিসিয়ুসকে। আনচেলত্তি বলেন, ‘ভিনিসিয়ুস দলে ফিরেছে এবং অনুশীলনেও যোগ দিয়েছেন। সে ভালো ফর্মে আছে। আমাদের সামনে অনেক ম্যাচ রয়েছে। আমার হাতে খেলোয়াড় পরিবর্তন করার সুযোগ রয়েছে। তবে তার মানেই এই নয় যে ঘনঘন তা হবে। সবাই ভালো করছে। দেখা যাক শুরুর একাদশে কারা থাকে।’

]]>
সম্পূর্ণ পড়ুন