চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের একাদশে অনেকটা নিশ্চিতই মুশফিকুর রহিম এবং তাসকিন আহমেদের। আর এই দুই টাইগার ক্রিকেটারের সামনেই মাইলফলক ছোঁয়ার সুযোগ রয়েছে।
যদি আজ ভারতের বিপক্ষে মুশফিক অর্ধশতকের দেখা পান তবে প্রথম বাংলাদেশি হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩ ফিফটির মালিক হবেন তিনি। বর্তমানে তামিম ইকবালের সঙ্গে দুই ফিফটি নিয়ে যৌথভাবে চূড়ায় আছেন মুশফিক। শুধু তাই নয়, মুশফিক আজ ৩৭ রান করলে বাংলাদেশি হিসেবে আরেকটি মাইলফলক ছুবেন। মুশফিক ৩৭ রান করতে পারলে মাত্র তৃতীয় বাংলাদেশি হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২০০ রান করা হবে তার।
আরও পড়ুন: লড়াইটা ভারতের স্পিনারদের বিপক্ষে বাংলাদেশের পেসারদের
মাইলফলকের অপেক্ষায় আছেন পেসার তাসকিন আহমেদও। চার উইকেট পেলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হবেন তিনি। দুই উইকেট পেলে মাশরাফীর পাশাপাশি সর্বোচ্চ উইকেট পাওয়া পেসারের তালিকায় চলে আসবে তার নাম। দুইটি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তাসকিনের উইকেট ২টি।
এদিকে উত্তেজনাপূর্ণ এক ম্যাচের অপেক্ষা করছে দুই দেশের সমর্থকরা। ১৯৮৮ সালের অক্টোবরে প্রথমবারের মতো ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দু'টি এশিয়ান দেশ সেই সময় থেকে এই ফরম্যাটে ৪১ বার একে অপরের মুখোমুখি হয়েছে। যেখানে ভারত ৩২ বার জিতেছে। ৮ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। একটি ম্যাচে কোনো ফলাফল হয়নি। তবে শেষ পাঁচ ম্যাচে ৩ জয় নিয়ে এগিয়ে আছে বাংলাদেশ।