বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের মকবুল হোসেন প্লাজার কনভেনশন হলে এ উপন্যাসের মোড়ক উন্মোচন করা হয়।
বেগবতি প্রকাশনার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি কেসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. বি এম রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন লেখক এম ইসলাম মাসুদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন আমেনা খাতুন ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আব্দুস সালাম, সরকারি লালন শাহ কলেজের অধ্যক্ষ শেখর শরীফ, হাজী আরশেদ আলী কলেজের বাংলা বিভাগের শিক্ষক ড. জাকির হোসেন, লেখক গবেষক গৌতম বসু, ড. নওশের আলম।
আরও পড়ুন: শাওনকে যেভাবে ভালোবাসা নিবেদন করেছিলেন হুমায়ূন আহমেদ
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকর্মী ফজলুর রহমান খুররম, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান। অনুষ্ঠানে আলোচনা সভার শুরুতে উপন্যাসের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেগবতী সম্পাদক সুমন শিকদার।
এম ইসলাম মাসুদের উপন্যাস 'একজন হুমায়ূন আহমেদ'- বইটি বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদের জীবন ও কর্মের ওপর ভিত্তি করে রচিত। লেখক তার নিজস্ব অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি থেকে হুমায়ূন আহমেদের সাহিত্যিক অবদান, ব্যক্তিগত জীবন এবং তার সৃষ্ট চরিত্রসমূহের বিশ্লেষণ করেছেন। এটি হুমায়ূন আহমেদের ভক্ত ও বাংলা সাহিত্যের পাঠকদের জন্য একটি মূল্যবান সংযোজন বলে মনে করেন অতিথিরা। 'একজন হুমায়ূন আহমেদ' উপন্যাসটি হুমায়ূন আহমেদের জীবন ও সৃষ্টির ওপর আলোকপাত করে, যা পাঠকদের তার সম্পর্কে আরও গভীরভাবে জানতে সহায়তা করবে বলে আশা লেখকের।