আজ মুক্তি পাচ্ছে মেহজাবীনের প্রথম সিনেমা

২ সপ্তাহ আগে
ঢাকাসহ দেশজুড়ে ২০টি প্রেক্ষাগৃহে আজ শুক্রবার (২০ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরীর প্রথম বড় পর্দার সিনেমা ‘প্রিয় মালতী’। শঙ্খ দাসগুপ্ত পরিচালিত সিনেমাটি দেশের বাইরে 'কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' ও ভারতের 'গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ অফিসিয়ালি প্রদর্শনের জন্যও নির্বাচিত হয়।

নানা চলচ্চিত্র উৎসবে ঘুরে আসার পর দেশের দর্শকের জন্য একযোগে মুক্তি পাচ্ছে সিনেমাটি। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী একযুগেরও বেশি সময় ধরে টিভি পর্দায় কাজ করছেন। ব্যাপক জনপ্রিয়তা উপভোগ করা এই অভিনেত্রী বড়পর্দায় আসছেন এবারই প্রথম।


সিনেমাটিতে মেহজাবীন ছাড়াও আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুণ, শাহজাহান সম্রাট, রিজভী রিজু।


সিনেমাটি মুক্তি পাচ্ছে যেসব হলে তা দেখে নিন-

১/ স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি মল) 
২/ স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার- ধানমণ্ডি)
৩/ স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার)
৪/ স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার- মিরপুর) 
৫/ স্টার সিনেপ্লেক্স (বিজয় স্মরণী) 
৬/ স্টার সিনেপ্লেক্স (বালি আর্কেড)
৭/ ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক)
৮/ লায়ন সিনেমাস (জিঞ্জিরা) 
৯/ শ্যামলী সিনেমা হল (ঢাকা) 
১০/ সিনেস্কোপ সিনেমা (নারায়ণগঞ্জ)
১১/ গ্র‍্যান্ড সিলেট মুভি থিয়েটার (সিলেট)
১২/ গ্র‍্যান্ড রিভিউ মুভি থিয়েটার (রাজশাহী)
১৩/ মধুবন সিনেপ্লেক্স (বগুড়া) 
১৪/ আনন্দ সিনেমা হল (ঢাকা)
১৫/ বিজিবি সিনেমা হল (ঢাকা) 
১৬/ মডার্ন সিনেমা হল (দিনাজপুর)
১৭/ বনলতা সিনেমা (ফরিদপুর) 
১৮/ সুগন্ধা সিনেমা হল (চট্টগ্রাম) 
১৯/ স্বপ্নীল সিনেপ্লেক্স (কুষ্টিয়া) 
২০/ মম ইন সিনেমা হল (বগুড়া)

 

আরও পড়ুন: যেসব হলে মুক্তি পাচ্ছে মেহজাবীনের প্রথম সিনেমা

]]>
সম্পূর্ণ পড়ুন