আজ বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস

১ সপ্তাহে আগে
আজ বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। প্রতিবছর ১৫ অক্টোবর আজকের দিনটি নির্ধারণ করা হয়েছে দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার আদায়ের দিন হিসেবে।

দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা এবং দৃষ্টিপ্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা/অনুদান প্রদান, সাদাছড়ি বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


এ বছরের দিবসটির প্রতিপাদ্য বিষয় “সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন”। দিবসটি পালন উপলক্ষে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের র‌্যালিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

 

আরও পড়ুন: বিশ্ব ব্যর্থতা দিবস আজ


সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়/দফতর/সংস্থার কর্মকর্তা/প্রতিনিধি এবং দৃষ্টিপ্রতিবন্ধীসহ অন্য প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের প্রধান/প্রতিনিধি/শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

 

আরও পড়ুন: বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫ উদযাপন করেছে সাজেদা ফাউন্ডেশন


১৯৬৪ সাল থেকে পালিত হয়ে আসছে দিবসটি। একজন সুনাগরিক হিসেবে তাই আমাদের সবার উচিত দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো এবং তাদের অবহেলা না করে চলাচলে সহায়তা করা।

]]>
সম্পূর্ণ পড়ুন